নাগপুরে বড় জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ জিতলে ভারতের সিরিজ জয়ের রাস্তা অনেকটাই সহজ হবে। তবে প্রথম ম্যাচ হারের পর অস্ট্রেলিয়াও পুরো দমে ঝাঁপাবে সমতা ফিরে পাওয়ার জন্য। যদিও ১৯৫৯ সালের পর দীর্ঘ ৬৩ বছরে দিল্লিতে একটিও টেস্ট জেতেনি অস্ট্রেলিয়া। যাইহোক, দিল্লি টেস্টে দেখা যেতে পারে রেকর্ডের ফুলঝুরি। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্টে ঘটতে পারে যে সমস্ত ব্যক্তিগত রেকর্ড।
১. আর মাত্র একটি উইকেট নিলেই টেস্টে ২৫০ উইকেট পূর্ণ করবেন রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন (৪৫ টেস্ট), অনিল কুম্বলে (৫৫ টেস্ট), বিএস বেদী (৬০ টেস্ট) এবং হরভজন সিং-এর (৬১) পর ভারতীয়দের মধ্যে পঞ্চম দ্রুততম বোলার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করবেন জাড্ডু।
২. টেস্ট কেরিয়ারের ৬২ তম ম্যাচে জাদেজা হতে পারেন ২০০০ রান ও ২৫০ উইকেটের মালিক। একটি উইকেট পেলেই অশ্বিনের (৫১ টেস্ট) পর ভারতের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই কীর্তি অর্জন করবেন তিনি।
৩. মাত্র তিনটি উইকেট পেলেই অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ উইকেট নেওয়ার নজির গড়বেন তিনি।
৪. ফিরোজ শাহ কোটলায় এক ইনিংসে পাঁচ উইকেট নিলে ঘরের মাঠে কুম্বলের ২৫ বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডকে পেছনে ফেলবেন অশ্বিন।
৫. আর মাত্র পাঁচ উইকেট নিলেই বর্ডার-গাভাসকার ট্রফিতে ১০০ উইকেট নেওয়ার বড় রেকর্ড গড়বেন নাথান লিওন। এই পরিসংখ্যানে লিওনের ধারে কাছে আর কোনো ক্রিকেটার নেই। দ্বিতীয় স্থানে থাকা ব্রেট লি'র দখলে রয়েছে ৫৩ টি উইকেট।
৬. আর ৭৩ রান করলেও এবি ডিভিলিয়ার্স (৮,৭৬৫ রান) এবং ভিভিএস লক্ষণকে (৮,৭৮১ রান) পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ কুড়িতে জায়গা করে নেবেন স্টিভ স্মিথ।
৭. ফিরোজ শাহ কোটলায় নিজের শততম টেস্ট ম্যাচ খেলবেন পূজারা। ১২ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার সেঞ্চুরি করতে চলেছেন তিনি। আর এই ম্যাচে ১০০ রান করলেই চতুর্থ ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ২০০০ রান করবেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন