দর্শক টানতে 'লোভনীয়' উদ্যোগ! এই স্টেডিয়ামে দেওয়া হবে বিনামূল্যে পপকর্ন-কোল্ড ড্রিংকস

People's Reporter: অভিনব পদক্ষেপ নিলেন এমসিএ সভাপতি অমল কালে। সমস্ত দর্শকরাই পপকর্ন এবং কোল্ড ড্রিংকস পাবেন। দর্শকদেরকে নিজেদের টিকিট নিয়ে ঠাণ্ডা পানীয় এবং পপকর্ন কাউন্টারে দেখাতে হবে।
দর্শক টানতে 'লোভনীয়' উদ্যোগ! এই স্টেডিয়ামে দেওয়া হবে বিনামূল্যে পপকর্ন-কোল্ড ড্রিংকস
ছবি - প্রতীকী
Published on

ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারতে। কিন্তু অধিকাংশ ম্যাচেই দর্শক কম সংখ্যায় উপস্থিত হচ্ছেন। এবার দর্শক টানতে 'লোভনীয়' উদ্যোগ নিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। মাঠে এলেই বিনামূল্যে দর্শকদের দেওয়া হবে পপকর্ন এবং ঠাণ্ডা পানীয়!

বিশ্বকাপ শুরুর প্রথম থেকেই প্রায় দর্শকহীন স্টেডিয়ামে ম্যাচ খেলতে হচ্ছে ভারত বাদে অন্য দলগুলিকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিসিসিআইকে। এই পরিস্থিতিতে অভিনব পদক্ষেপ নিলেন এমসিএ (মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন) সভাপতি অমল কালে। মঙ্গলবারই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই প্রসঙ্গে অমল কালে বলেন, "বিশ্বকাপের খেলা দেখতে আসা সমস্ত দর্শকদের জন্য আমি বিনামূল্যে এককালীন পপকর্ন এবং কোল্ড ড্রিংকস দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম অ্যাপেক্স কমিটির কাছে। কমিটির সকল সদস্য তাতে সম্মতি দিয়েছেন। ফলে সমস্ত দর্শকরাই পপকর্ন এবং কোল্ড ড্রিংকস পাবেন। দর্শকদেরকে নিজেদের টিকিট নিয়ে ঠাণ্ডা পানীয় এবং পপকর্ন কাউন্টারে দেখাতে হবে। একবারই এই সুবিধা পাবে দর্শকরা। এর খরচ দেবে এমসিএ। ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ভিআইপি টিকিট যাঁরা কাটবেন তাঁরা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন।"

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ নভেম্বর রয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ। তারপর আছে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ। ১৫ নভেম্বর রয়েছে সেমিফাইনাল ম্যাচ। সবক'টি ম্যাচেই দর্শক টানতে মরিয়া এমসিএ।

অন্যদিকে ভারতের ম্যাচের আগের দিনই শচীন তেন্ডুলকরের মূর্তি উন্মোচন করবে এমসিএ। কিংবদন্তি ক্রিকেটারকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে তারা। মূর্তিটি তৈরি করেছেন মহারাষ্ট্রের আহমেদনগরের এক শিল্পী।

দর্শক টানতে 'লোভনীয়' উদ্যোগ! এই স্টেডিয়ামে দেওয়া হবে বিনামূল্যে পপকর্ন-কোল্ড ড্রিংকস
Cricket World Cup 2023: ৩ সপ্তাহের মধ্যেই 'রেকর্ড ব্রেক'! বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি ম্যাক্সওয়েলের
দর্শক টানতে 'লোভনীয়' উদ্যোগ! এই স্টেডিয়ামে দেওয়া হবে বিনামূল্যে পপকর্ন-কোল্ড ড্রিংকস
Cricket World Cup 2023: বিশ্বকাপের টিকিট না পেয়ে সিএবিতে বিক্ষোভ সদস্যদের
দর্শক টানতে 'লোভনীয়' উদ্যোগ! এই স্টেডিয়ামে দেওয়া হবে বিনামূল্যে পপকর্ন-কোল্ড ড্রিংকস
East Bengal: ভারতীয় দলে সুযোগ পেয়ে ইস্টবেঙ্গলকে ধন্যবাদ জানালেন মহেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in