বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। এরই মদ্যে আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ তথা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। বাংলাদেশের দৈনিক 'প্রথম আলো' এবং 'ঢাকা ট্রিবিউন'-র প্রতিবেদন অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি আদাবর থানায় খুনের মামলা দায়ের করেন। মামলাকারীর অভিযোগ গত ৫ আগস্ট তাঁর পুত্র রুবেল আদাবর রিং রোডে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিলের মধ্যেই তাঁর ছেলেকে গুলি করে খুন করা হয়।
রফিকুল ইসলাম আরও জানান, তাঁর ছেলের মৃত্যুর পিছনে রয়েছেন সাকিব আল হাসান সহ একাধিক নেতা। তাঁদের নির্দেশেই ওই মিছিলে গুলি চলে। রুবেলের পেটে ও বুকে গুলি লাগে। গত ৭ আগস্ট তাঁর মৃত্যু হয়।
শুধুমাত্র সাকিবের বিরুদ্ধেই নয়, অভিনেতা ফিরদৌস আহমেদ, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৫৬ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। সাকিবকে ২৮ নম্বর অপরাধী এবং ফিরদৌসকে ৫৫ নম্বর অপরাধী হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি ৪০০-৫০০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন