আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুললেন মুশফিকুর রহিম। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার মাত্র ৬০ বলেই করলেন সেঞ্চুরি। সাকিব আল হাসানকে পেছনে ফেলে টাইগার্সদের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে গেলেন মুশফিক। পাশাপাশি এদিন তৃতীয় বাংলাদেশী হিসেবে একদিনের ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন এই তারকা উইকেটকিপার।
২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবোয়ের বিপক্ষে ৬৩ বলে ওডিআই সেঞ্চুরি করেছিলেন সাকিব। এতদিন পর্যন্ত এটিই ছিল ওডিআই ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে সেই রেকর্ড নিজের নামে করে নিলেন মুশফিকুর। এদিন বাংলাদেশী উইকেটকিপার তাঁর ১০০ রানের ইনিংস সাজিয়েছেন ১৪ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে।
সিলেটে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথম দফায় ব্যাট করতে নেমে এদিন ৬ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। তামিম ইকবাল ২৩ রান করে ফিরে যাওয়ার পর নাজমুল হাসান শান্তো এবং লিটন দাস দুর্দান্ত পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে এগিয়ে দেন। ৭১ বলে ৭০ রান করেন লিটন এবং ৭৭ বলে ৭৩ রান করেন শান্তো। বাংলাদেশের হয়ে যৌথ দ্রুততম হিসেবে আজ ২০০০ ওয়ানডে রানের মাইলফলক ছুঁয়েছেন লিটন। ৬৫ ইনিংসে ২০০০ রান করেছিলেন শাহরীয়র নাফিস। লিটনও ৬৫ ইনিংসে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।
সাকিব আল হাসান এদিন বড় ইনিংস খেলতে না পারলেও তৌহিদ হৃদয় এবং মুশফিকুর রহিমের হাত ধরে রানের পাহাড় দাঁড় করায় বাংলাদেশ। ৩৪ বলে ৪৯ রান করেন তৌহিদ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন