Neeraj Chopra: 'মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে' - অলিম্পিকের পর ডায়মন্ড লিগেও রুপো জিতে দাবি নীরজের

People's Reporter: প্রথম ৫টি থ্রো ৮৮ মিটারের নীচে করেন নীরজ চোপড়া। ৮২.১০মি, ৮৩.২১মি, ৮৩.১৩মি, ৮২.৩৪মি এবং ৮৫.৫৮মি থ্রো করেন তিনি।
নীরজ চোপড়া
নীরজ চোপড়াছবি - নীরজ চোপড়ার ট্যুইটার
Published on

অলিম্পিক্সের পর ডায়মন্ড লিগেও সোনা জয় অধরা থাকলো নীরজ চোপড়ার। মরসুমের সেরা থ্রো করেও দ্বিতীয় স্থানে শেষ করলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার। ৯০.৬১ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। এরপর নীরজ জানান মানসিক ভাবে শক্তিশালী থাকতে হবে তাঁকে।

অলিম্পিক্সের রুপো জয়ের পর লুসানে ডায়মন্ড লিগে সোনা জয়ের লক্ষ্যে নেমেছিলেন নীরজ চোপড়া। শুরুটা ভালো হয়নি তাঁর। প্রথম ৫টি থ্রো ৮৮ মিটারের নীচে করেন তিনি। ৮২.১০মি, ৮৩.২১মি, ৮৩.১৩মি, ৮২.৩৪মি এবং ৮৫.৫৮মি থ্রো করেন তিনি। ষষ্ঠ থ্রোতে ৮৯.৪৯ মিটার জ্যাভলিন ছোঁড়েন নীরজ। চলতি মরসুমে নিজের সেরা থ্রো করলেন তিনি।

রুপো জয়ের পরে নীরজ বলেন, 'অবশ্যই শুরুটা ভালো হয়নি। কিন্তু আমি ধাপে ধাপে চেষ্টা করছিলাম আরও দূরে থ্রো করার। সকলেই দেখেছেন সেটা। পর পর আমার জ্যাভলিনের দূরত্ব বাড়তে থাকে। অবশেষে মরসুমের সেরা এবং ডায়মন্ড লিগে নিজের দ্বিতীয় সেরা থ্রো করলাম। আসলে মানসিকভাবে নিজেকে শক্তিশালী রাখতে হবে'।

অন্যদিকে ৯০.৬১ মিটার থ্রো করে নজর করেছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। প্যারিস অলিম্পিক্সে তিনি ৮৮.৫৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। নীরজ চোপড়া ৮৯.৪৫ মিটার থ্রো করে রুপো এবং পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন। যদিও নাদিম ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেননি।

নীরজ চোপড়া
ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষী দেওয়া মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা প্রত্যাহার দিল্লি পুলিশের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in