রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা। তিনি বলনে, রোনাল্ডোর ডায়েট চার্ট তৈরি করেন নাসার বিজ্ঞানীরা। এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার রামিজ রাজা।
বিশ্ব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চেনেন না এমন কেউ নেই। ৩৮ বছর বয়সে এখনও তিনি যে ফিটনেস ধরে রেখে দাপিয়ে ফুটবল খেলছেন তাতে যে কোনো ২০ বছর বয়সী যুবককে হারিয়ে দিতে পারেন। সেই রোনাল্ডোর ফিটনেসের রহস্য অনেকেই জানতে চান। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে রোনাল্ডোর ফিটনেস নিয়ে বক্তব্য রাখেন রামিজ রাজা।
রামিজ রাজা হঠাৎই বলেন, 'রোনাল্ডোর যে ডায়েট প্ল্যান আছে সেটা নাসার বিজ্ঞানীরা ঠিক করেন'। কিন্তু হঠাৎ কী কারণে এই মন্তব্য করলেন তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। অনেকে বলছেন পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আলোচনা করার সময়ই এই মন্তব্য করেছেন।
তবে রোনাল্ডোর ডায়েট নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির পাত্র হয়ে উঠেছেন রামিজ রাজা। কেউ লেখেন, "তাহলে বিরাট কোহলির ডায়েট প্ল্যান ইসরো করে হয়তো"। আবার কেউ লেখেন, রোনাল্ডোকে হয়তো নাসা চাঁদে পাঠানোর ব্যবস্থা করছে। তাই তাদের বিজ্ঞানীরা ডায়েট প্ল্যান বানিয়ে দিচ্ছে। অন্য একজন বলেন, নাসার বিজ্ঞানীরা ডায়েট চার্ট বানিয়ে না দিলেও নাসা থেকে অত্যাধুনিক মেশিন ব্যবহার করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন