অ্যাডিলেডের মাঠকর্মী থেকে বর্তমান সময়ে অন্যতম সেরা বোলার হয়ে ওঠা নাথান লিওনের গল্পটা অনেকটা রূপকথার মতো। ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এবার বড় নজির গড়লেন এই অজি তারকা। চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মাঠে নেমেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আর এই ম্যাচটি অভিজ্ঞ অফস্পিনার নাথান লিওনের অস্ট্রেলিয়ার জার্সিতে টানা শততম টেস্ট ম্যাচ। বিশ্বের প্রথম বোলার হিসেবে টানা একশোটি টেস্ট ম্যাচ খেলার নজির গড়লেন লিওন।
বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টানা একশো টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়লেন নাথান লিওন। এই তালিকায় তিনিই হলেন প্রথম বোলার। বাকি পাঁচ ক্রিকেটারের প্রত্যেকেই ব্যাটার। তাঁরা হলেন, দুই অজি কিংবদন্তি মার্ক ওয়া, অ্যালান বর্ডার, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার, প্রাক্তন ব্রিটিশ তারকা অ্যালেস্টেয়ার কুক এবং নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককুলাম।
লর্ডসে নিজের টেস্ট কেরিয়ারে ১২২তম টেস্ট ম্যাচ খেলেছেন লিওন। এটি ক্যাঙ্গারুদের হয়ে তাঁর একটানা শততম টেস্ট। এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টেয়ার কুক। কুক ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১৫৯টি টেস্ট ম্যাচ খেলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যালান বর্ডার। ১৯৭৯ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে এক টানা ১৫৩টি টেস্ট খেলেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন আর এক অজি কিংবদন্তি মার্ক ওয়া। ১৯৯৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত একটানা ১০৭টি টেস্ট খেলেন ওয়া। সুনীল গাভাসকার রয়েছেন এই তালিকার চতুর্থ স্থানে। ১৯৭৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত একটানা ১০৬টি টেস্ট খেলেন তিনি। পঞ্চম স্থানে রয়েছেন ব্র্যান্ডন ম্যাককুলাম। কিউই তারকা ২০০৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ১০১টি টেস্ট ম্যাচ খেলেন।
২০১৩ সালের ১ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার জার্সিতে একটানা একশোটি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন লিওন। টেস্ট ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ৪৯৫টি। আর মাত্র পাঁচটি উইকেট নিলেই বিশ্বের অষ্টম বোলার হিসেবে পাঁচশো বা তার বেশি উইকেট নেওয়ার এলিট ক্লাবে জায়গা করে নেবেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন