Neeraj Chopra: ফের ইতিহাস গড়লেন ‘সোনার ছেলে’, বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসাবে সোনা জয় নীরজের

ফাইনালে শীর্ষ আটজনের মধ্যে আরও দু’জন ভারতীয় ছিলেন - কিশোর জেনা (৮৪.৭৭ মিটার) এবং ডিপি মনু (৮৪.১৪ মিটার)। এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনো ইভেন্টের শীর্ষ আটে তিনজন ভারতীয় জায়গা করতে পেরেছেন।
নীরজ চোপড়া
নীরজ চোপড়া
Published on

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন নীরজ চোপড়া। হাঙ্গেরির বুদাপেস্টে রবিবার রাতে আয়োজিত পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে ৮৮.১৭ মিটার থ্রো করে সোনা জিতে নিয়েছেন ২৫ বছরের এই ভারতীয়।

সাধারণত নিজের প্রথম থ্রোতে সবথেকে বেশি দূরে জ্যাভলিন ছোঁড়েন নীরজ চোপড়া। তার একাধিক প্রমাণ আমরা আগে পেয়েছি। কিন্তু ফাইনালে তাঁর প্রথম থ্রোটি ফাউল হয়। দ্বিতীয় থ্রোটি ৮৮.১৭ মিটার ছোড়েন তিনি। এরপর যথাক্রমে ৮৬.৩২ মিটার, ৮৪.৬৪ মিটার, ৮৭.৭৩ মিটার এবং ৮৩.৯৮ মিটার থ্রো করেন তিনি। অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীরজ।

 উল্লেখ্য, অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ। এই এক থ্রোয়েই পরবর্তী প্যারিস অলিম্পিক্সেরও যোগ্যতা অর্জন করে ফেলেছেন তিনি।

চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম। চলতি মরসুমে নিজের সেরা ৮৭.৮২ মিটার থ্রো করেছেন তিনি। চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজ ব্রোঞ্জ জিতেছেন।

জ্যাভলিনের ফাইনালে শীর্ষ আটজনের মধ্যে নীরজ চোপড়া ছাড়াও আরও দু’জন ভারতীয় ছিলেন - কিশোর জেনা (৮৪.৭৭ মিটার) এবং ডিপি মনু (৮৪.১৪ মিটার)। এই দু’জন যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে খেলা শেষ করেছেন। এর আগে কখনও বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনো ইভেন্টের শীর্ষ আটে তিনজন ভারতীয় জায়গা করতে পারেননি।

২০২১ সালের ৭ আগস্ট টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ। সেক্ষেত্রেও প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে সোনা জিতেছিলেন তিনি। দু'বছর পর আরও এক আগস্ট মাসে ইতিহাস গড়লেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in