ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে সোনার পর এবার প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লীগ জিতলেন তিনি। জুরিখে নিজের দ্বিতীয় প্রয়াসে ৮৮.৪৪ মিটার জ্যাভলিন ছুঁড়েই বাজিমাৎ করেন নীরজ। অলিম্পিক্সে রূপো জয়ী চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেই এই প্রতিযোগীতায় দ্বিতীয় হন। চতুর্থ প্রয়াসে ৮৬.৯৪ মিটার জ্যাভলিন ছোঁড়েন তিনি। ৮৩.৭৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে তৃতীয় হন জার্মানির জুলিয়ান ওয়েবার।
এর আগে ২০১৭ এবং ২০১৮ সালে, নীরজ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করলেও সেবার বিশেষ কিছু করে দেখাতে পারেননি। তবে এবার নিজের ছন্দ বজায় রেখে চ্যাম্পিয়ন হলেন। অলিম্পিক্সে সোনা, বিশ্বচ্যাম্পিয়নশীপে রূপোর পর আরও একটি খেতাব জিতে নিলেন ভারতীয় তারকা।
চোটের কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিলেন নীরজ চোপড়া। কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি তিনি। তবে ডায়মন্ড লীগ জয়ের লক্ষ্যে পিছিয়ে পড়লেন না। বৃহস্পতিবার শুরুটা অবশ্য ভালো হয়নি নীরজের। প্রথম প্রয়াসে তাঁর থ্রো ফাউল হয়। তবে দ্বিতীয় প্রয়াসেই ৮৮.৪৪ মিটার জ্যাভলিন ছুড়ে বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে দেন। এরপর তৃতীয় প্রচেষ্টায় ৮৮.০০ মিটার, চতুর্থ প্রচেষ্টায় ৮৬.১১ মিটার, পঞ্চম প্রচেষ্টায় ৮৭.০০ মিটার এবং ষষ্ঠ প্রচেষ্টায় ৮৩.৬০ মিটার ছুঁড়েছিলেন নীরজ।
স্টকহম ডায়মন্ড লীগে পদক এবং লুজ়ানে ডায়মন্ড লীগ মিটে সোনা জেতার পরেই ফাইনালের টিকিট পেয়েছিলেন নীরজ। চতুর্থ স্থানে থেকে যোগ্যতা অর্জন করেছিলেন তিনি।লুজানে প্রথম থ্রোয়েই ৮৯.০৮ মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন তিনি। ডায়মন্ড লীগ জিতে ২০২৩ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপের ওয়াইল্ড কার্ড পেয়ে গেলেন নীরজ। তাছাড়া লুজানে ৮৫.২০ মিটারের বেশি ছুঁড়ে ইতিমধ্যেই আগামী বছরের বিশ্ব চ্যাম্পিয়নশীপে নামার যোগ্যতা অর্জন করে ফেলেছেন ভারতীয় তারকা। ২৪-বছর-বয়সী ভারতীয় তারকার পারফরম্যান্সে উচ্ছ্বসিত দেশবাসী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন