ভারতের 'সোনার ছেলে'র সোনা জয়ের দৌড় থামলো জুরিখ ডায়ামন্ড লিগে। বৃহস্পতিবার রাতে ৮৫.৭১ মিটার জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করলেন নীরজ চোপড়া। ৮৫.৮৬ মিটার জ্যাভলিন ছুঁড়ে প্রথম হয়েছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজ। আবার লং জাম্পে হতাশ করলেন ভারতের মুরলি শ্রীশঙ্করও।
সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে ৮৮.১৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ। তাই স্বাভাবিকভাবেই সকলে চেয়েছিলেন তাঁর হাত ধরে ফের সোনা আসবে ভারতে। কিন্তু তা হলো না। বৃহস্পতিবার শুরুটা ভালো হয়নি নীরজের। দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম থ্রোতে তিনি ফাউল করেন। তিনটি থ্রো সঠিক হয়েছে। ৮০.৭৯ মিটার, ৮৫.২২ মিটার এবং ৮৫.৭১ মিটার জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থান দখল করেন।
প্রসঙ্গত, চলতি বছর লুজেন ডায়ামন্ড লিগে ৮৭.৬৬ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন। আবার ৫ মে দোহা ডায়মন্ড লিগে কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ।
নীরজ চোপড়া দ্বিতীয় হলেও লং জাম্প বিভাগে হতাশ করলেন ভারতের মুরলি শ্রীশঙ্কর। পুরুষদের লং জাম্পে পাঁচে শেষ করেছেন তিনি। গ্রিসের মিল্টিয়াদিস তেন্তোগ্লো ৮.২০ মিটার লাফ দিয়ে সোনা জিতে নিয়েছেন। জুরিখ ডায়ামন্ড লিগের প্রথম রাউন্ডেই ৭.৯৯ মিটার জাম্প করেছিলেন তিনি। প্রথম রাউন্ডের পর থেকে তিনি বিশেষ লাফাতে পারেননি। ফলে তৃতীয় রাউন্ডের শেষে তৃতীয় স্থানে চলে যান। চতুর্থ রাউন্ডের শেষে নেমে যান পঞ্চম স্থানে। সেই স্থান থেকে আর উন্নতি করতে পারেননি।
উল্লেখ্য, এই মুরলি শ্রীশঙ্করই ৮.৪১ মিটার (ব্যক্তিগত সেরা এবং বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ জাম্প) লাফ দিয়ে বুদাপেস্টে হয়ে যাওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে যোগ্যতা অর্জন করেছিলেন। যদিও ফাইনাল রাউন্ডে যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন