গত বছর টোকিও অলিম্পিক্সে দেশকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া। ট্র্যাক এন্ড ফিল্ডে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিক্স গোল্ড মেডেল জিতে দেশকে গৌরবান্বিত করেছেন নীরজ। এবার নতুন বছরের শুরুতে ক্রীড়া জগতের অন্যতম বড় সম্মান লরিয়াস ওয়ার্ল্ড ব্রেকথ্রু অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন ভারতের 'সোনার ছেলে'। ক্রীড়া সাংবাদিক থেকে ব্রডকাস্টাররা মিলে মোট ১৩০০ জনের প্যানেল বেছে নিয়েছেন ৬ জনের মনোনয়ন তালিকা। যার মধ্যে রয়েছেন নীরজ। আগামী এপ্রিল মাসে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
এই অনন্য সম্মানের জন্য নীরজ লড়াই করবেন বিশ্বখ্যাত আরও পাঁচ তারকার সঙ্গে। তাঁরা হলেন মাত্র ১৮ বছর বয়সেই ইউএস ওপেন জয়ী টেনিস তারকা এম্মা রাডুকানু, সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলা বিশ্বের দু নম্বর রাশিয়ান টেনিস তারকা দানিয়েল মেদভেদেভ, অ্যাথলিট ইউলিমার রোজাস, সাঁতারু আরিয়ার্ন তিতমাস এবং বার্সেলোনার ফুটবলার পেদ্রী।
লরিয়াস স্পোর্টস একাডেমীর তরফে ভোটিংয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে বিজেতার নাম। আগামী এপ্রিলে তা ঘোষণা করা হবে। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর জীবনটাই বদলে গিয়েছে নীরজ চোপড়ার। দেশে ফেরার পর একের পর এক সংবর্ধনায় ভেসেছেন তিনি। এই মুহূর্তে ইউএসএতে রয়েছেন নীরজ। সেখানেই নিজের ট্রেনিং সারছেন তিনি।
শচীন তেন্ডুলকর এবং ভিনেশ ফোগতের পর নীরজ তৃতীয় ভারতীয় যিনি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মনোনীত হওয়ার পর ট্যুইটে বাকি প্রতিদ্বন্দ্বীদের অভিনন্দন জানিয়ে নীরজ লিখেছেন, "লরিয়াস ওয়ার্ল্ড ব্রেকথ্রু অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য অসাধারণ ক্রীড়াবিদদের সাথে মনোনীত হওয়ার একটি বিশেষ অনুভূতি রয়েছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন