বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপের ফাইনাল রাউন্ডে উঠলেন ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া। নিজের প্রথম থ্রোয়েই ৮৮.৭৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে ফাইনালে নিজের জায়গা পাকা করলেন তিনি। পাশাপাশি এক বছর বাকি থাকতেই ২০২৪ অলিম্পিক্সের জন্যও যোগ্যতা অর্জন করলেন তিনি।
শুক্রবার বুদাপেস্টে জ্যাভলিনের গ্রুপ এ ও গ্রুপ বি-র ফাইনালের জন্য যোগ্যতা অর্জন পর্ব ছিল। আর তাতেই বাজিমাত করলেন নীরজ। প্রথম থ্রোতেই ফাইনালে জায়গা পাকা করলেন তিনি। গ্রুপ এ-র শীর্ষে রয়েছেন নীরজ। এই থ্রোয়ের সাথে সাথে তিনি প্যারিস অলিম্পিক্সের জন্যও যোগ্যতা অর্জন করলেন। কারণ নিয়মানুযায়ী প্যারিস অলিম্পক্সে যোগ্যতা অর্জন করতে গেলে চলতি বছরের ১ জুলাইয়ের পর যেকোনো প্রতিযোগিতায় ৮৫.৫ মিটার জ্যাভলিন থ্রো করতে হতো। আর নীরজ করলেন ৮৮.৭৭ মিটার।
অন্যদিকে, গ্রুপ এ-র দ্বিতীয় স্থানে আছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি প্রথম থ্রো ছুঁড়েছেন ৮১.০৫ মিটার, দ্বিতীয় থ্রো ৮২.৩৯ মিটার এবং তৃতীয় থ্রো ৮০.৮৩ মিটার। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের মানু। তাঁর প্রথম থ্রো ৭৮.১০ মিটার, দ্বিতীয় থ্রো ৮১.৩১ মিটার এবং তৃতীয় থ্রো ৮০.৮৩ মিটার।
মোট ৩৭ জন প্রতিযোগীকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুটি গ্রুপ থেকে মোট ১২ জনকে ফাইনালের জন্য বেছে নেওয়া হবে। রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল। সরসরি যোগ্যতা অর্জনের জন্য ন্যূনতম ৮৩.০০ মিটার জ্যাভলিন ছুঁড়তে হবে। নীরজ ছাড়া এখনও কেউ গ্রুপ এ থেকে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেননি।
গ্রুপ বি থেকে সরাসরি যোগ্যতা অর্জন করেছেন পাকিস্তানের আরশাদ নাদিম এবং চেক প্রজাতন্ত্রের ভাদলেজ। নাদিম নিজের তৃতীয় প্রচেষ্টায় ৮৬.৭৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে ভাদলেজ দ্বিতীয় প্রচেষ্টায় ৮৩.৫০ মিটার জ্যাভলিন থ্রো করেছেন।
আরশাদ নাদিমও প্যারিস অলিম্পক্সের জন্য যোগ্যতা অর্জন করেছেন। এই গ্রুপেই রয়েছে ভারতের আরও এক কিশোর জেনা। তিনি এদিন ৮০.৫৫ মিটার জ্যাভলিন থ্রো করেছেন। এখনও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপের ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন