চোট কাটিয়ে ফের প্রতিযোগিতায় ফিরছেন ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া। ৫ মে দোহা ডায়মন্ড লীগে কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো - ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ। এরপর অনুশীলন করতে গিয়ে চোট পান। এক মাস ছিলেন চোটের কবলে। অংশ নিতে পারেননি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে। এবার কামব্যাক করছেন তিনি। শনিবার দুপুরে লোজান ডায়মন্ড লীগে খেলতে নামবেন টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী ভারতীয় জ্যাভলার।
দোহা ডায়মন্ড লীগ জয়ের পর ট্রেনিং করার সময় পেশিতে চোট পেয়েছিলেন নীরজ। চোটের জন্য ৪ জুন নেদারল্যান্ডসের হেঙ্গেলোতে এফবিকে গেম এবং ১৩ জুন ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসে নামেননি নীরজ। আগামী ১৯ অগাস্ট থেকে ২৭ অগাস্ট পর্যন্ত বুদাপেস্টে চলবে বিশ্ব চ্যাম্পিয়নশীপ। এই টুর্নামেন্টকে পাখির চোখ করে লোজান ডায়মন্ড লীগে নামছেন নীরজ। দেশবাসী তাঁর হাত ধরে আরও একটি পদক জয়ের স্বপ্ন দেখছে।
লোজান ডায়মন্ড লীগ - ২০২৩ এ নীরজের ইভেন্ট কখন কোথায় অনুষ্ঠিত হবে?
নীরজ চোপড়া ১ জুলাই, শনিবার লোজান ডায়মন্ড লীগে নামবেন। ইভেন্ট অ্যাথলেটিসিমাতে অনুষ্ঠিত হবে।
কখন শুরু হবে নীরজের ম্যাচ?
লোজান ডায়মন্ড লীগে নীরজের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২ টা ১৮ মিনিটে।
এই ইভেন্টের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
লোজান ডায়মন্ড লীগে নীরজ চোপড়ার ইভেন্ট জিও-সিনেমাতে লাইভ স্ট্রিম করা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন