Asian Games 2023: দ্রুততম সেঞ্চুরি থেকে সর্বাধিক রান! টি-২০ ক্রিকেটে রেকর্ডের পাহাড় নেপালের

People's Reporter: নেপালের ব্যাটার কুশল মাল্লা রোহিত শর্মা এবং ডেভিড মিলারের রেকর্ড ভেঙে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেন। রোহিত ও মিলায় উভয়েই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
Asian Games 2023: দ্রুততম সেঞ্চুরি থেকে সর্বাধিক রান! টি-২০ ক্রিকেটে রেকর্ডের পাহাড় নেপালের
ছবি - ট্যুইটার
Published on

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করলো নেপাল। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে দ্রুততম হাফসেঞ্চুরি, দ্রুততম সেঞ্চুরি, সর্বাধিক ছক্কা এবং সর্বাধিক রানের রেকর্ড করেছে তারা। যা দেখে কার্যত অবাক গোটা ক্রিকেট দুনিয়া।

এক ম্যাচে রেকর্ডের বৃষ্টি নেপাল ক্রিকেটারদের। রোহিত শর্মা এবং ডেভিড মিলারের রেকর্ড ভেঙে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেন নেপালের ব্যাটার কুশল মাল্লা। রোহিত ও মিলার উভয়েই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।

আবার নেপালের আরেক ব্যাটার দিপেন্দ্র সিং আইরি টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন। মাত্র ৯ বলে ৫০ রান করেন এই ব্যাটসম্যান। এক ম্যাচে সর্বাধিক ছয় মারার বিশ্ব রেকর্ডও এখন নেপালের দখলে। এর আগে এক ম্যাচে ২২টি ছয় মারার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের ব্যাটাররা মারেন ২৬টি ছয়।

পাশাপাশি দল হিসেবে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানেরও রেকর্ড করেছে নেপাল। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টিতে করেছিল ২৭৮ রান। কিন্তু মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল করে ৩১৪ রান। তৃতীয় উইকেটের পার্টনারশিপেও রেকর্ড সৃষ্টি করেছেন নেপালের আইরি এবং কুশল। তাঁরা ১৯৩ রানের পার্টনারশিপ করেন। ২০২০ সালে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল এবং ডেভিড কনওয়ের মধ্যে টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটে ১৮৪ রানের পার্টনারশিপ হয়েছিল।

গ্রুপ স্টেজের ম্যাচে জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভার ১ বল খেলে মাত্র ৪১ রানেই মঙ্গোলিয়ার ইনিংস শেষ হয়ে যায়। আবার বৃহস্পতিবার মলদ্বীপের বিরুদ্ধে ৯ উইকেটে হেরেছে মঙ্গোলিয়া। নেপালের পরের ম্যাচ রয়েছে রবিবার মলদ্বীপের বিরুদ্ধে। গ্রুপ স্টেজ থেকে ৪টে দল উঠবে কোয়ার্টার ফাইনালের জন্য। সেখানে ওই চার দল ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

Asian Games 2023: দ্রুততম সেঞ্চুরি থেকে সর্বাধিক রান! টি-২০ ক্রিকেটে রেকর্ডের পাহাড় নেপালের
ISL 2023-24: 'ক্লান্তি হারিয়ে জয় পাওয়া কঠিন ছিল' - বেঙ্গালুরুকে হারিয়ে মন্তব্য বাগান কোচের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in