ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়িয়েছে নেদারল্যান্ডস। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিব্রাল্টারের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখেছে ফ্রান্স। গতরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে লেস ব্লুজরা। এছাড়াও, গতকাল অন্য ম্যাচে বুলগেরিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছে হাঙ্গেরী এবং আলবেনিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে পোল্যান্ড।
ইউরো বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হেরেছিল নেদারল্যান্ডস। রটারডামে গতকাল জিব্রাল্টারকে ৩-০ গোলে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়ে কামব্যাক করলো রোনাল্ড কোম্যানের দল। ফিফা ক্রমতালিকায় ২০০ নম্বরে থাকা জিব্রাল্টারের বিপক্ষে এদিন জোড়া গোল আসে ম্যান সিটি ডিফেন্ডার নাথান আকের পাস থেকে। একটি গোল করেন মেমফিস ডিপেই।
নেদারল্যান্ডসকে প্রথম ম্যাচে ৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নিয়েছে ফ্রান্স। তবে আইরিশদের বিপক্ষে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি এমবাপ্পেদের। ফ্রান্সের হয়ে একটিমাত্র গোল করেছেন বেঞ্জামিন পাভার্ড।
অন্য ম্যাচে ভেসেসি, ডমিনিক সোজোবসলাই, মার্টিন অ্যাডামের গোলে বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। কারোল সুইডেরেস্কির গোলে একমাত্র গোলে জয় পেয়েছে পোল্যান্ডও। আজারবাইজানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সুইডেন। মন্টেনেগ্রোকে ২-০ গোলে হারিয়েছে সার্বিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন