ভারত পাকিস্তানকে হারানোর পরই বাবর আজমদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছে প্রাক্তন পাক তারকাদের মধ্যে। তবে ভারতের জয়ের পর পাকিস্তান দলকে মজার ছলে খোঁচা দিলেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর।
১১৯ রান অল আউট হওয়ার পর অনেকেই ভেবেছিলেন পাকিস্তান হয়তো ভারতকে হারিয়ে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নেবে। খেলাটা এগোচ্ছিলও সেইদিকেই। কিন্ত ভারতীয় বোলারদের দাপটে ম্যাচের রঙ পুরো বদলে যায়। ৬ রানে ম্যাচ জেতে ভারত। এতদিন টি-২০ বিশ্বকাপে সবথেকে কম রান করে জেতার রেকর্ড ছিল শ্রীলঙ্কার। ১১৯ রান করে জিতেছিল শ্রীলঙ্কা। সেই রেকর্ডে ভাগ বসালো টিম ইন্ডিয়া।
ভারত জেতার পরই প্রতিবেশী দেশকে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিলেন শচীন। তিনি লেখেন, "ভারত বনাম পাকিস্তান। নতুন দেশ, একই ফলাফল। টি-২০ হতে পারে ব্যাটারদের খেলা। কিন্তু বোলাররা নয়নের মণি হয়ে উঠেছে ম্যাচে। দারুণ একটা ম্যাচ! দারুণ পরিবেশ। ভালো খেলেছে টিম ইন্ডিয়া।"
শচীন মজার ছলে ট্যুইট করলেও প্রাক্তন পাক তারকারা বেজায় ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের হারে। ওয়াসিম আক্রম জানান, পাকিস্তান দলে এখন যারা খেলছে তারা প্রায় সকলেই অভিজ্ঞ। তাদেরকে নতুন করে কিছু শেখানোর নেই। পরিস্থিতি বুঝে খেলতে হয়। যেখানে সিঙ্গেল নিলেই ম্যাচ জেতা যায় সেখানে কেন ঝুঁকিপূর্ণ শট খেলতে যাবো। রিজওয়ানের কোনো দরকারই ছিল না বুমরাহ-র বলে মারতে যাওয়া।
আবার ওয়াকার ইউনিস বলেন, এই ম্যাচ জেতা উচিত ছিল। পাকিস্তানের পক্ষেই ছিল বলা যেতে পারে। কিন্তু পুরো উল্টো হলো। ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিল তাদের বোলাররা। ১৪০ রানের পরেও কিন্তু এই পিচে জেতা যায়। সেখানে মাত্র ১২০ রান লক্ষ্যমাত্রা ছিল। পাক ব্যাটারদের মধ্যে তেমন কোনো পার্টনারশিপ গড়েই উঠলো না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন