বৃষ্টিতে পরিত্যক্ত হলো চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও একটি ম্যাচ। ২৪ শে অক্টোবর হোবার্টে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের ম্যাচ মাঝপথেই ভেস্তে যায়। বুধবার মেলবোর্নে বৃষ্টির ভ্রুকুটিতে টসই সম্ভব হলো না। প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পর পরিত্যক্ত ঘোষণা করা হয় নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচ। যার ফলে আফগানরা পেলো চলতি বিশ্বকাপের প্রথম পয়েন্ট।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হল। এর আগে সোমবার নিশ্চিত জয়ের দোরগোড়ায় এসেও হতাশ হতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ ওভারের খেলায় প্রথম দফায় ব্যাট করে ৮০ রান তোলে জিম্বাবোয়ে। জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি'ককের বিধ্বংসী ইনিংসের দৌলতে ৩ ওভারেই ৫১ রান সংগ্রহ করে ফেলে প্রোটিয়ারা। তবে এরপর ফের মুষলধারে বৃষ্টি নামে হোবার্টে। যে কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বুধবার মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম ম্যাচেই দেখা যায় বৃষ্টির ভ্রুকুটি। যে কারণে ডার্কওয়ার্থ লুইস নিয়মে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে অঘটন ঘটিয়েছে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবির্নির ৬২ রান ও লরকান টাকারের ৩৪ রানে ভর করে ইংল্যান্ডের সামনে ১৫৮ রানের লক্ষ্য দাঁড় করায় আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে ডেভিড মালানের ৩৫ রান এবং মঈন আলির অপরাজিত ১২ বলে ২৪* রানেও শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের।
খেলা যখন বন্ধ হয়, তখন ইংল্যান্ডের স্কোর ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ বলে ৫৩ রান। বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি। তাতেই হতাশ হতে হয় বাটলারদের। ডার্কওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে পিছিয়ে থাকায় হার মেনে নিতে হয় ইংল্যান্ডকে।
ম্যাচ জিতে উচ্ছ্বসিত আইরিশ শিবির। ২০১১ ওডিআই বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছিল আয়ারল্যান্ড। এবার ভিন্ন মঞ্চে বিশ্বকাপের আসরে ফের একবার ব্রিটিশ বধ করলো তাঁরা। ম্যাচ সেরা আয়ারল্যান্ড অধিনায়ক বালবির্নে জানালেন, "এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) আমরা কখনও খেলিনি। প্রথমবার খেলতে এসে টুর্নামেন্ট ফেভারিটদের হারিয়ে দেওয়াটা একটা দারুণ ব্যাপার।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন