সোমবার থেকে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপরেই ভারত সফরে আসবেন টম লেথামরা। ১৮ ই জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে সাদা বলের সিরিজের প্রথম ম্যাচ। পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে দুই হাইভোল্টেজ ওডিআই সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে কিউই শিবির। চোটের কারণে ছিটকে গিয়েছেন ম্যাট হেনরি। এখন তাঁর পরিবর্ত হিসেবে কিউই দলে ডেকে নেওয়া হয়েছে পেস-বোলিং অলরাউন্ডার ডগ ব্রেসওয়েলকে।
করাচিতে দ্বিতীয় টেস্টের শেষ দিনে চোট পান হেনরি। পেটে স্ট্রেনের কারণে অন্তত দু থেকে চার সপ্তাহ বিশ্রামের প্রয়োজন রয়েছে ৩১ বর্ষীয় ফাস্ট বোলারের। তাই হেনরির জায়গায় ডাক পেয়েছেন ব্রেসওয়েল।
ব্ল্যাক ক্যাপসদের হয়ে ৬৮ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ব্রেসওয়েল। শেষবার তিনি গত এপ্রিলে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে ওডিআই সিরিজ খেলেছিলেন। ৩২ বর্ষীয় এই পেস অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত প্রদর্শন করেছেন। যে কারণে হেনরির পরিবর্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে তাঁকেই।
ব্রেসওয়েলের পাশাপাশি ভারত সফরে কিউই দলে ডাক পেলেন পেস বোলার জ্যাকব ডাফি। টিম সাউদির পরিবর্তে খেলবেন তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে ১৩ জানুয়ারি শেষ ওডিআই ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। তারপরেই ভারতের উদ্দেশ্যে পাড়ি জমাবেন কিউইরা। ১৮ জানুয়ারি হায়দরাবাদে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পরের দুই ম্যাচ রয়েছে যথাক্রমে রায়পুর এবং ইন্দোরে।
ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সংশোধিত ওডিআই স্কোয়াড: টম লেথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ডগ ব্রেসওয়েল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলে, ইশ সোধি এবং ব্লেয়ার টিকনার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন