বিশ্বকাপে রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ২৪ বছর বয়সী অলরাউন্ডার আমেলিয়া কের। একটি বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়েছেন আমেলিয়া।
মহিলাদের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।একদিকে পুরুষ দলের ভারতের মাটিতে ভারতকে ৩৬ বছর পর টেস্টে হারানো অন্যদিকে মহিলা দলের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া - দুই মিলিয়ে রীতিমতো উচ্ছ্বাসে মেতেছেন কিউইরা। তবে সব থেকে বেশি যিনি নজর কেড়েছেন তিনি হলেন নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার আমেলিয়া। ফাইনালে সেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টেও সেরা নির্বাচিত হয়েছেন তিনি। এমনকি একটি বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডও ভেঙেছেন।
আমেলিয়া কের ৬ ম্যাচে মোট ১৫টি উইকেট সংগ্রহ করেছেন। এর আগে যুগ্মভাবে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের আনিয়া শ্রাবসোল (২০১৪) এবং অস্ট্রেলিয়ার মেগান স্কাটের (২০২০) অধীনে। তাঁরা দু'জনেই ১৩টি করে উইকেট সংগ্রহ করেছিলেন। রেকর্ড গড়ে দলকে চ্যাম্পিয়ন করে গিটার হাতে বিশ্বজয় উদযাপন করতে দেখা যায় আমেলিয়াকে।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জন্মগ্রহণ করেন আমেলিয়া কের। ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড দলে অভিষেক হয় আমেলিয়ার। ওই বছরই ২১ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে টি-২০তেও অভিষেক করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে খেলেন তিনি। এছড়া মহিলাদের বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট এবং মহিলাদের আইপিএল অর্থাৎ WPL-এ মুম্বই ইন্ডিয়ান্স হয়ে খেলেন এই ২৪ বছর বয়সী অলরাউন্ডার।
আন্তর্জাতিক ওয়ান ডে-তে ৭৪ ম্যাচে ২০৮২ রান করেছেন আমেলিয়া। ৪টি শতরান এবং ১০টি অর্ধশতরান রয়েছে। ৯১টি উইকেট নিয়েছেন একদিনের ক্রিকেটে। আন্তর্জাতিক টি-২০-তে ৮৫ ম্যাচে ১২৯৬ রান রয়েছে তাঁর। ৩টি হাফসেঞ্চুরিও আছে। পাশাপাশি ৯৩টি উইকেট রয়েছে তাঁর নামে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন