২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দেশকে জিতিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে দিলেন নেইমার জুনিয়র। দেশের হয়ে ৭৯টি গোল করে ফেললেন তিনি। দেশের জার্সিতে পেলের গোলসংখ্যা ৭৭।
শুক্রবার বলিভিয়ার বিরুদ্ধে নেমে পেলের রেকর্ড ভাঙলেন নেইমার। বলিভিয়াকে ৫-১ গোলে হারায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে দুটি করে গোল করেছেন নেইমার ও রদ্রিগো এবং একটি গোল করেছেন র্যাপিনহা। নেইমার গোল করেন ম্যাচের ৬১ ও ৯৩ মিনিটে। এই ৬১ মিনিটে বলিভিয়া ম্যাচে নিজের প্রথম গোল করেই পেলের রেকর্ড ভেঙেছেন তিনি। ৯২ ম্যাচ খেলে পেলে করেছিলেন ৭৭টি গোল। অন্যদিকে দেশের জার্সিতে ১২৫টি ম্যাচ খেলে নেইমার করেছেন ৭৯টি গোল।
এছাড়া ব্রাজিলের জার্সিতে প্রথম দশে নেইমার এবং পেলে বাদে তৃতীয় স্থানে রয়েছেন রোনাল্ডো। তাঁরা গোলসংখ্যা ৬২। চতুর্থ স্থানে রয়েছেন রোমারিও। তিনি করেছেন ৫৫টি গোল। পঞ্চম স্থানে রয়েছেন জিকো। গোলসংখ্যা ৪৮। ষষ্ঠ স্থানে থাকা বেবেতো ৭৭ ম্যাচ খেলে ৪০টি গোল করেছেন। সপ্তম স্থানে রয়েছেন রিভালদো। তিনি গোল করেছেন ৩৫টি। অষ্টম স্থানে রয়েছেন জারিজিনহো। তাঁর গোলসংখ্যাও ৩৫। তবে রিভালদোর থেকে ম্যাচ বেশি খেলেছেন। নবম স্থানে রয়েছেন রোনাল্ডিনহো। ব্রাজিলের জার্সিতে তাঁর গোলসংখ্যা ৩৩টি। দশম স্থানে রয়েছেন আদেমির। তিনি করেছিলেন ৩২টি গোল।
নেইমার পেলের রেকর্ড ভাঙতেই উচ্ছ্বসিত ব্রাজিল দল। ম্যাচ শেষে রদ্রিগো বলেন, "এটা সত্যিই নেইমারের জন্য বিশেষ দিন। নেইমার আমার আদর্শ। তাঁকে শীর্ষ গোলদাতা দেখার জন্য আমরা সবরকম চেষ্টা করে যাব"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন