বুধবার কুস্তির জন্য নতুন অ্যাডহক কমিটি গঠন করলো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। নয়া এই কমিটি নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারণ ৩ সদস্যের কমিটিতে কেউই কুস্তির সাথে যুক্ত নন।
ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের পরেও বিতর্কের শেষ নেই। এবার নতুন বিতর্কের সৃষ্টি অ্যাড হক কমিটি গঠন নিয়ে। ৩ সদস্যের অ্যাড হক কমিটি গঠন করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই ৩ সদস্য হলেন, ভূপিন্দর সিং বাজওয়া, মঞ্জুষা কানওয়ার এবং এমএম সোমায়া। এনাদের মধ্যে সোমায়া হকি, মঞ্জুষা ব্যাডমিন্টন এবং বাজওয়া উশুর সাথে যুক্ত। এখন প্রশ্ন হচ্ছে যাঁরা কুস্তির সাথে যুক্ত নন তাঁদেরকে কেন কুস্তি ফেডারেশনের অ্যাড হক কমিটির সদস্য করা হলো?
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা বলেন, "আইওএ (IOA) সম্প্রতি নির্বাচিত কুস্তি ফেডারেশনের সভাপতির কাজকে অসাংবিধানিক বলে ব্যাখ্যা করেছে। সেই কারণেই ক্রীড়ামন্ত্রক নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। এই অ্যাডহক কমিটি সমস্ত নিয়মকে যথাযথ মান্যতা দেবে"।
ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, নব নির্বাচিত কুস্তি ফেডারেশনের কমিটিকে সাসপেন্ড করা হয়েছে। কারণ সভাপতি সঞ্জয় সিং সম্প্রতি ঘোষণা করেছেন চলতি মাসের শেষেই অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-২০ বিভাগের জাতীয় স্তরের প্রতিযোগিতা শুরু হবে উত্তরপ্রদেশে। কিন্তু নিয়ম বলছে যে কোনও স্তরের প্রতিযোগিতা চালু করার জন্য কমপক্ষে ১৫ দিন সময় দিতে হয়।
প্রসঙ্গত, সঞ্জয় সিং সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীররা। প্রতিবাদে কুস্তি থেকে অবসরের ঘোষণা করেন সাক্ষী মালিক। পদ্মশ্রী ফেরান বজরং পুনিয়া ও বীরেন্দর সিং। খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরান ভীনেশ ফোগতও। সাক্ষী মালিকদের পাশে দাঁড়ান ভারতীয় বক্সার বীজেন্দর সিংও। তিনি বলেন, "যেখানে একজন অলিম্পিকে পদকজয়ী মহিলা বিচার পাচ্ছে না সেখানে আমাদের দেশের সাধারণ মেয়েদের বাবা-মা রা কীভাবে বিচার পাবেন? আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির এগিয়ে এসে বলা উচিত কেন এই ধরণের ঘটনা ঘটবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন