আইএসএল নয়, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য দরকার বিদেশে খেলতে যাওয়া। এমনটাই জানালেন ভারতের নয়া ফুটবল কোচ মানোলো।
ভারতীয় ফুটবলকে আন্তর্জাতিক স্তরে আরও উন্নত করতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দায়িত্ব দিয়েছে স্প্যানিশ কোচ মানোলোকে। এফসি গোয়ার পাশাপাশি তিনি ভারতীয় দলের কোচিংও করাবেন। তাঁর মূল লক্ষ্য হল ফুটবলারদের উন্নতি।
মানোলো জানান, ভারতীয় ফুটবলারদের মান আরও ভালো হতে পারে এবং আরও উন্নতির জায়গা রয়েছে। আমি কি চাই তা সকলেই জানেন। হয়তো কোনও কোনও ফুটবলারের পছন্দ নাই হতে পারে। কারণ অনেকেই আছেন যাঁরা কেবল আইএসল খেলতে স্বাছন্দ্য বোধ করেন। তাঁরা ভারতে খেলতেই পছন্দ করেন।
পাশাপাশি ভারতীয় ফুটবল কোচ বলেন, "আপনার উন্নতি তখনই হবে যখন বিদেশে খেলবেন। আমি প্রিমিয়ার লিগ বা লা লিগার মতো লিগগুলিতে খেলতে বলছি না। তবে নিজেদের থেকে উন্নতমানের দলের সাথে খেললে আপনি ১০০ শতাংশ উন্নতি করতে বাধ্য"।
মানোলো আরও বলেন, "ফুটবলারের কৌশল ও শারীরিক গঠন শক্তিশালী হওয়া দরকার। সবথেকে জরুরী মানসিকতার উন্নতি। ভারতীয় ফুটবলারদের মানসিকতার উন্নতি ঘটাতেই হবে। আমি সেইদিকেই এগিয়ে যাব"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন