মেসি বা রোনাল্ডো নয়, এখন বিশ্বের সেরা ফুটবলার লেভেনোডস্কি - রুমেনিগে

গত বছরের ব্যালন ডি অর জয়ী লেভেনোডস্কি এদিন খেলার শেষ মুহূর্তে গোল করে গার্ড মুলারের ৪৯ বছরের পুরোনো ৪০ গোলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেন।
লেভেনোডস্কি  ও রুমেনিগে
লেভেনোডস্কি ও রুমেনিগেফাইল ছবি সংগৃহীত
Published on

মেসি বা রোনাল্ডো নয়। এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার রবার্ট লেভেনোডস্কি। শনিবার আগসবারগের বিরুদ্ধে ৫-২ গোলে দুর্ধর্ষ জয়ের পর এই মন্তব্য করেছেন বায়ার্ন মিউনিখের প্রধান কার্ল হেইনজ রুমেনিগে। গত বছরের ব্যালন ডি অর জয়ী লেভেনোডস্কি এদিন খেলার শেষ মুহূর্তে গোল করে গার্ড মুলারের ৪৯ বছরের পুরোনো ৪০ গোলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেন।

এদিন রুমেনিগে বলেন – আমার মতে মেসি বা রোনাল্ডো নয়। এদের থেকে অনেক এগিয়ে আছে লেভেনোডস্কি। রবার্টই এখন বিশ্বের সেরা ফুটবলার। মূলত লেভেনোডস্কির দক্ষতাতেই এবার লীগ ঘরে তুলেছে বায়ার্ন।

রুমেনিগে আরও জানিয়েছেন – সাত বছর আগে লেভেনোডস্কিকে দলে আনার জন্য কঠিন লড়াই হয়েছিলো। সবথেকে বড়ো প্রতিদ্বন্দ্বী ছিলো রিয়েল মাদ্রিদ।

এবারের মরশুমে ৪৭ ম্যাচে ৩৮ গোলে করেছেন মেসি। ৪৪ ম্যাচে ৩৬ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্যদিকে ৩৯ ম্যাচে লেভেনোডস্কির গোলসংখ্যা ৪৭।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in