ভারতীয় দলের স্থায়ী সদস্য নন শিখর ধাওয়ান। শেষ দু'বছরে হাতে গোনা কয়েকটি ম্যাচেই দেশের জার্সিতে দেখা গিয়েছে তাঁকে। তবে ভারতের এই সিনিয়র খেলোয়াড় চলতি আইপিএলে দুর্দান্ত শুরু করেছেন। পাঞ্জাব কিংসের অধিনায়ক গত ম্যাচেই খেলেছেন ৫৬ বলে ৮৬ রানের ইনিংস। ভারতের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, চলতি আইপিএলে ধাওয়ানের নিজেকে প্রমাণ করার বেশ সুযোগ রয়েছে।
পাঞ্জাব বনাম রাজস্থানের ম্যাচের আগে ইরফান বলেছিলেন যে ধাওয়ানের ফর্ম কেবল দলের জন্যই নয়, খেলোয়াড়ের নিজের আত্মবিশ্বাসের জন্যও গুরুত্বপূর্ণ হবে। ম্যাচের আগে পাঠান বলেন, শিখর ধাওয়ান আইপিএলের একজন সিনিয়র খেলোয়াড় এবং ব্যাট নিয়েও খুব ধারাবাহিক। তিনি খুব শক্তিশালী একজন খেলোয়াড়, পাশাপাশি খুব শক্তিশালী মনেরও অধিকারী। তাকে এই বছর নিজেকে একজন অধিনায়ক হিসেবে প্রমাণ করতে হবে এবং তার জন্য তার ব্যাটিং অপরিহার্য। ভারতীয় দলের মধ্যে এবং বাইরে থাকা অবশ্যই তাকে বিরক্ত করেছে এবং সে কারণেই তিনি প্রমাণ করতে চান যে তিনি এখনও ভারতীয় ক্রিকেটের আসল গব্বর।"
মোহালিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর গতকাল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব প্রথম দফায় ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে জয়ের কাছে এসেও হার মানতে হয় রাজস্থানকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে রাজস্থান।
পাঞ্জাবের হয়ে এদিন ধাওয়ানের পাশাপাশি দুর্দান্ত ইনিংস খেললেন প্রভশিমরন সিং। ওপেন করতে নেমে মাত্র ৩৪ বলে ৬০ রান করেন তিনি। রাজস্থানের হয়ে এই ম্যাচে ২৫ বলে ৪২ রান করেন সঞ্জু স্যামসন। ১৮ বলে ৩৬ রান করেন শিমরন হিটমায়ার। এছাড়াও ১৫ বলে ৩২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ধ্রুব জুরেলও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন