রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছেন স্প্যানিশ কিংবদন্তী রাফায়েল নাদাল। গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ টুর্নামেন্টে অংশই নিতে পারেননি। তার কারণ একটাই। করোনার ভ্যাকসিন নেননি সার্বিয়ান নম্বর ওয়ান। মেলবোর্ন পৌঁছালেও অস্ট্রেলিয়া সরকার বিতাড়িত করেছে তাঁকে। এই ধাক্কার পরেও করোনা ভ্যাকসিন নেবেন না জকোভিচ। সাফ জানিয়ে দিয়েছেন ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি। করোনা ভ্যাকসিন না নিলে ফ্রেঞ্চ ওপেনেও অংশ নিতে না দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রান্স সরকার তা একপ্রকার জানিয়েও দিয়েছিলো। তবে সে সবে নিজের সিদ্ধান্ত থেকে পিছু হবেন না জোকার। প্রয়োজনে টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও তার মূল্য চোকাতে রাজি। কিন্তু ভ্যাকসিন নেবেন না জকোভিচ।
সার্বিয়ান নম্বর ওয়ান বলেছেন, "আমার শরীর নিয়ে আমি কী সিদ্ধান্ত নেব, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কোনও টুর্নামেন্ট, কিংবা যে কোনও ট্রফি জয়ের থেকেও আমার শরীর আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যতটা ফিট থাকা সম্ভব, ততটাই চেষ্টা করছি। তবে টিকা নিচ্ছি না। তাতে এর মূল্য দিতেও রাজি।"
সঙ্গে জকোভিচ এটাও বলেছেন যে, তিনি ভ্যাকসিনের বিরোধী নয়। তবে কে টিকা নেবা তা একান্তই ব্যক্তিগত বিষয় হওয়া উচিত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন