এটিপি র্যাংকিং-এর শীর্ষে থেকে নতুন কীর্তি রচনা করলেন সার্বিয়ান সুপারস্টার নোভাক জোকোভিচ। সুইশ কিংবদন্তী রজার ফেডেরারকে পেছনে ফেলে টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি দিন শীর্ষস্থান দখলে রাখার নজির গড়লেন জোকোভিচ। টেনিস সাম্রাজ্যে জকোভিচের এই আধিপত্য দেখে আপ্লুত টেনিস প্রেমীরা। অলিম্পিকে খালি হাতেই ফিরতে হয়েছে জকোভিচকে। তবে সে প্রভাব পড়েনি এটিপি ক্রমতালিকায়। টানা ৩৩৪ সপ্তাহ এক নম্বর স্থানে রয়েছেন তিনি।
সুইশ কিংবদন্তী রজার ফেডেরারের ঝুলিতে ছিলো এই রেকর্ড। টানা ৩১০ সপ্তাহ শীর্ষস্থানে ছিলেন ফেড-এক্স। তবে সেই রেকর্ড ছাপিয়ে টেনিস সাম্রাজ্যের সবচেয়ে বেশি দিন শীর্ষস্থান দখলের নজির গড়লেন জকোভিচ। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামবেন তিনি। অন্যদিকে র্যাংকিং-এ দ্বিতীয় স্থানে রয়েছেন রাশিয়ার দানিয়েল মেদভেদেভ। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে গ্রিসের স্টেফানোস সিতিসিপাস এবং 'স্প্যানিশ বুল' রাফায়েল নাদাল। নবম স্থানে রয়েছেন রজার ফেডেরার।
আগামী ৩০ শে আগস্ট থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ওপেন। শেষবার ২০১৮ সালে এই গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন নোভাক। তবে এবার ইউএস ওপেনের জন্য জোকারকেই ফেভারিট ধরছেন বিশেষজ্ঞরা। বছরের তিনটি গ্র্যান্ড স্ল্যাম ইতিমধ্যেই ঘরে তুলেছেন তিনি। ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন এবং উইমবল্ডনের শিরোপা জয়ের পর ইউএস ওপেনকে পাখির চোখ করেছেন সার্বিয়ান নম্বর ওয়ান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন