NZ vs BAN: ১২৬ রানেই অল আউট বাংলাদেশ, চতুর্থ কিউই হিসেবে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি বোল্টের

তবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ইনিংসে ম্যাচ হারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে টাইগাররা। যদিও টম লেথাম বাংলাদেশকে ফলো অন করাবেন কিনা তা আগামীকালই জানা যাবে।
ট্রেন্ট বোল্ট
ট্রেন্ট বোল্টছবি ICC-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিলো বাংলাদেশ। তবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ইনিংসে ম্যাচ হারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে টাইগাররা। যদিও টম লেথাম বাংলাদেশকে ফলো অন করাবেন কিনা তা আগামীকালই জানা যাবে। নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে ১২৬ রানেই অল আউট হয়ে গিয়েছে বাংলাদেশ। সৌজন্যে ট্রেন্ট বোল্টের আগুন ঝরানো স্পেল। কিউই পেসার বোল্ট তুলে নিয়েছেন কেরিয়ারের নবম পাঁচ উইকেট। পাশাপাশি চতুর্থ কিউই হিসেবে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলস্টোনও স্পর্শ করলেন তিনি।

গতকাল ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে মাত্র এক উইকেট হারিয়ে ৩৪৯ রান স্কোর বোর্ডে তুলেছিলো নিউজিল্যান্ড। অপরাজিত ছিলেন অধিনায়ক টম লাথাম(১৮৬*) এবং ডেভন কনওয়ে(৯৯*)। দ্বিতীয় দিনে কনওয়ে ১০৯ রান করে ফিরে যান। তবে অধিনায়ক লাথাম অনবদ্য এক ইনিংস উপহার দেন। ২৫২ রানে থামেন তিনি।শেষের দিকে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন টম ব্লান্ডেল। সবমিলিয়ে ৬ উইকেটের বিনিময়ে ৫২১ রান তুলে প্রথম ইনিংস ডিক্লিয়ার করে নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানেই গুঁড়িয়ে যায় টাইগাররা। ইয়াসির আলির ৫৫ রান এবং নুরুল হাসানের ৪১ রান ছাড়া বাংলাদেশের ইনিংসে আর কিছুই নেই। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের স্কোর সংগ্রহ করতে পারেননি।

নিউজিল্যান্ডের হয়ে ১৩.২ ওভার বল করে ৫ উইকেট তুলে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। এছাড়াও তিনটি উইকেট নিয়েছেন টিম সাউদি এবং জোড়া উইকেট শিকার করেছেন কাইল জেমিসন।

ট্রেন্ট বোল্ট
Devon Conway: টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করলেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in