এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ হকি দলের সোনা জয় নিয়ে আপ্লুত গোটা দেশ। শুক্রবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়াডে পাক্কা ৯ বছর পর ‘ফার্স্ট বয়’-এর তকমা পেয়েছে ভারতীয় পুরুষ হকি দল। ভারতীয় হকির এই খুশির মুহূর্তে সোনাজয়ী দলের প্রত্যেক খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য ৫ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই ভারতীয় হকি দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে রয়েছে ওড়িশা সরকার।
শুক্রবার পট্টনায়েক জানিয়েছেন, চিনের হাংঝোতে এশিয়ান গেমস ২০২৩-এ নজরকাড়া পারফর্মেন্স এবং ২০২৪ প্যারিস অলিম্পিকের ছাড়পত্র অর্জনে কৃতিত্বকে স্বাগত জানানোর জন্যই এই নগদ পুরস্কার দেওয়া হচ্ছে। এদিন ভারতীয় দল সোনা জয়ের পর দলের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন বলে জানিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি শুক্রবার পুরুষ হকি দলের এই সাফল্য নিয়ে জানিয়েছেন, “এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের পুরুষ হকি দলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁদের অটল আত্মোৎসর্গ ও কঠোর পরিশ্রম আবারও প্রমাণ করল, হকি সত্যিই ভারতের খেলা। এই খেলা ভারতের অদম্য মনোভাবকে বাস্তব রূপ দেয়।”
তিনি আরও জানিয়েছেন, “ওড়িশায় হকি আমাদের সবার মনে বিশেষ স্থান দখল করে রয়েছে। আমাদের দেশ ও প্রিয় খেলার জন্য এই স্মরণীয় বিজয়দিবসটি চিরকাল আমাদের স্মৃতিতে খোদাই করা থাকবে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের প্রস্তুতি নেওয়ার জন্য গোটা ভারতীয় হকি দলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।” প্রসঙ্গত, শুধু ভারতীয় পুরুষ হকি দলই নয়, এশিয়ান গেমসে শনিবার পদক জিতল ভারতের মহিলা হকি দলও। এদিন জাপানকে ২-১ গোলে হারিয়ে এশিয়ানে ব্রোঞ্জ পদক জিতেছে মহিলারা। পাশাপাশি, ২০২৩ এশিয়ান গেমস-এ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে ১০০ পদকের গণ্ডি পেরিয়েছে ভারতের অ্যাথলিটরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন