ওড়িশার কোচ হলেন লোবেরা

ওড়িশা এফসি টুইটারে জানিয়েছে, “সরকারিভাবে জানানো হচ্ছে ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় ‘ওপেন সিক্রেট’। আমাদের নতুন কোচ হলেন সের্গিও লোবেরা।”
সার্জিও লোবেরা
সার্জিও লোবেরাফাইল ছবি দ্য স্ক্রল-এর সৌজন্যে
Published on

অবশেষে পড়লো সরকারি শিলমোহর। ওড়িশা এফসির নতুন কোচ নিযুক্ত হলেন সার্জিও লোবেরা। আইএসএল জয়ী কোচ লোবেরাকে ইস্টবেঙ্গল আনতে চেয়েছিল প্রথমে। কিন্তু চিনের ক্লাব প্রথমে অনুমতি দেয়নি। পরে লোবেরাও জানান যে তিনি চ্যাম্পিয়ন ভিত্তিক কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হতে চান। এরপরে লোবেরাকে বাদ দিয়ে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতকে নিয়ে আসে ইস্টবেঙ্গল।

লোবেরাকে পাওয়ার পরে ওড়িশা এফসি টুইটারে জানিয়েছে, “সরকারিভাবে জানানো হচ্ছে ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় ‘ওপেন সিক্রেট’। আমাদের নতুন কোচ হলেন সার্জিও লোবেরা।”

এর আগে ভারতীয় ফুটবলে যে দলেরই দায়িত্ব নিয়েছেন, সেই দলেই এসেছে সাফল্য এনেছেন লোবেরা। এফসি গোয়া ও মুম্বই সিটির হয়ে যথাক্রমে ২০১৯-২০ ও ২০২০-২১ মরসুমে লিগ শিল্ড জিতেছিলেন লোবেরা। মুম্বই সিটিকে ওই মরসুমেই আইএসএল চ্যাম্পিয়নও করান তিনি।

 এছাড়া এফসি গোয়ার হয়ে ২০১৯ সালে সুপার কাপ জেতার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। গত সুপার কাপে চ্যাম্পিয়ন হয় কলিঙ্গ ব্রিগেড। এখন দেখার সার্জিওর হাত ধরে আইএসএলে কী সাফল্য পায় ওড়িশা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in