২০১৮ সালের এশিয়ান গেমস সহ একাধিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে পদকজয়ী বেশ কয়েকজন ভারতীয় অ্যাথলিট সরকার কর্তৃক ঘোষিত নগদ অর্থ এখনও পাননি। সম্প্রতি একটি সর্বভারতীয় মিডিয়া এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। সোমবার এই প্রতিবেদনের কথা উল্লেখ করে সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, পদক জয়ের সাথে সাথেই অ্যাথলিটদের ভিডিও কল করে অভিনন্দন জানানো যতটা গুরুত্বপূর্ণ, তাঁদের প্রতিশ্রুত অর্থ মিটিয়ে দেওয়া ততটাই গুরুত্বপূর্ণ। নিজের ইন্সটাগ্রামে তিনি লেখেন, "অভিনন্দনের পাশাপাশি প্রতিশ্রুত অর্থও পাওয়া উচিত ক্রীড়াবিদদের। স্পোর্টস বাজেট কাটা যাবে না। ভিডিও কল যথেষ্ট হয়েছে, এবার পুরস্কারের অর্থও দিন।"
এই লেখার সাথে তিনটি স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। যার মধ্যে একটি গত জুলাই মাসে টাইমস অব ইন্ডিয়ার করা একটি প্রতিবেদনের শিরোনাম। সেখানে ইংরেজিতে যা লেখা রয়েছে তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় - "৪ বছর পেরিয়ে গেছে, হরিয়ানার অলিম্পিয়ানরা এখনও নগদ পুরস্কারের অপেক্ষায়।" বাকি দুটি স্ক্রিনশট টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া এবং কুস্তিতে ব্রোঞ্জ জয়ী বজরং পুনিয়ার ট্যুইট। দুই পদকজয়ী ক্রীড়াবিদের দুটি ট্যুইট টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের সত্যতা প্রমাণ করে। যদিও ওই প্রতিবেদনেও একাধিক অ্যাথলিটের আত্মীয়দের বয়ান উল্লেখ করা হয়েছে যাঁরা জানিয়েছেন পুরস্কারস্বরূপ সরকারের ঘোষণা করা অর্থ এখনও পাননি তাঁরা।
বজরং পুনিয়ার ট্যুইটের যে স্ক্রিনশট শেয়ার করেছেন রাহুল গান্ধী তা ২০১৯ সালের ২৬ জুন করা। পুনিয়া লিখেছেন, "যখন কোনো খেলোয়াড়কে আপনি পুরস্কারের প্রতিশ্রুতি দেন, তার মানে অর্থের লোভ নয়, তাঁদের সমর্থন করার প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি। যদি আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করতে না পারেন তাহলে কোনো খেলোয়াড় ভবিষ্যতে আপনার কাছ থেকে কী আশা করবেন!"
এই ট্যুইটের সাথে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী অনিল ভিজের ২০১৮ সালে করা একটি ট্যুইটের স্ক্রিনশট পোস্ট করেছিলেন পুনিয়া। যেখানে এশিয়ান গেমসে সোনা জেতায় হরিয়ানা সরকারের তরফ থেকে পুনিয়াকে ৩ কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়ার কথা জানিয়েছিলেন অনিল ভিজ।
এর কয়েক ঘন্টা পরই বজরংয়ের এই ট্যুইট রিট্যুইট করে তাঁর মন্তব্য ও অভিযোগকে সমর্থন জানিয়েছিলেন নীরজ চোপড়া। নীরজ চোপড়াও ওই সালে এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন।
টোকিও অলিম্পিক্সে ভারতের সমস্ত পদকজয়ীদের জন্য প্রচুর নগদ অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করেছে একাধিক রাজ্য সরকার। নীরজ চোপড়াকে ৬ কোটি এবং বজরং পুনিয়াকে ২.৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হরিয়ানা সরকার। এই খবর প্রকাশ্যে আসতেই রাহুল গান্ধী এই মন্তব্য করেছেন। প্রসঙ্গত, এই বছরই স্পোর্টস বাজেটের বরাদ্দ ২৩০.৭৮ কোটি টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন