ওমিক্রন-আতঙ্কে অনিশ্চিত বিরাটদের দক্ষিণ আফ্রিকা সফর, সুরক্ষিত জৈব বলয়ের আশ্বাস প্রোটিয়াদের

আগামী মাসেই টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ রয়েছে প্রোটিয়াদের বিপক্ষে। ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
ওমিক্রন-আতঙ্কে অনিশ্চিত বিরাটদের দক্ষিণ আফ্রিকা সফর, সুরক্ষিত জৈব বলয়ের আশ্বাস প্রোটিয়াদের
ফাইল ছবি সংগৃহীত
Published on

করোনার নতুন ভেরিয়েন্ট 'ওমিক্রন'-এর আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকায়। কয়েকদিন আগেই এই ভাইরাস সংক্রমণের জেরেই মাঝপথে স্থগিত করা হয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডসের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এবার একই কারণে ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এখনও কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্র সরকারের সিদ্ধান্তের দিকে চেয়ে আছে বোর্ড। তবে দক্ষিণ আফ্রিকা সরকার চায় কোহলিরা খেলতে আসুক। ভারতীয় দলের জন্য বিশেষ জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সে দেশের সরকার।

বিরাট কোহলিদের আগামী মাসেই টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ রয়েছে প্রোটিয়াদের বিপক্ষে। কেন্ট পার্কে ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। তবে ওমিক্রন সংক্রমণের ফলে ভারতের সফর ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ জমছে।

ভারতের 'এ' দল অবশ্য ব্লুমফন্টেনে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে। ৬ ই ডিসেম্বর থেকে ব্লুমফেন্টনে তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারতের 'এ' দল। তবে সিনিয়র দল দক্ষিণ আফ্রিকা পৌঁছাবে কিনা সে সম্পর্কে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি। যদিও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানায়, সিরিজ নিয়ে তারা আশাবাদী।

সোমবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানায়, "ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে। আমরা সিরিজ নিয়ে আশাবাদী। দক্ষিণ আফ্রিকা সরকার আমাদের সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে। ভারতীয় দল এই দেশে এলে তাদের সুরক্ষার জন্য সমস্ত ধরনের সাহায্য করবে বলে জানিয়েছে সরকার।"

ভারতীয় 'এ' দল এবং দক্ষিণ আফ্রিকা 'এ' দলের পাশাপাশি দুই দেশের সিনিয়র দলকে সম্পূর্ণ জৈব সুরক্ষিত পরিবেশে রাখা হবে বলে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। ভাইরাসের কথা মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রোটিয়া বোর্ড।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in