২৩ বছর আগে আজকের দিনেই এক ইনিংসে দশ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন অনিল কুম্বলে

জিম লেকারের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছিলেন কুম্বলে। গত বছর ভারতের বিপক্ষে তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার এলিট ক্লাবে নাম লেখান নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল।
অনিল কুম্বলে
অনিল কুম্বলেফাইল ছবি সংগৃহীত
Published on

২৩ বছর আগে আজকের দিনেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল কীর্তি রচনা করেছিলেন অনিল কুম্বলে। ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারী। দিল্লি টেস্টের শেষ ইনিংসে পাকিস্তানের দশ জন ক্রিকেটারকেই আউট করেন কুম্বলে। জিম লেকারের ৪৩ বছর পর কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন আজকের দিনেই।

দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬.৩ ওভার বল করে ৯টি মেডেন-সহ ৭৪ রানের বিনিময়ে ১০টি উইকেট শিকার করেছিলেন। জিম লেকারের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছিলেন ভারতীয় তারকা। গত বছরই মুম্বই টেস্টে ভারতের বিপক্ষে তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার এলিট ক্লাবে নাম লেখান নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল

আইসিসির তরফ থেকে আজকের দিনে সম্মান জানানো হয়েছে ভারতীয় কিংবদন্তী স্পিনারকে। তারা ট্যুইটে কুম্বলের সেই ঐতিহাসিক স্পেলকে স্মরণ করেছে তারা। ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২১২ রানে বড় জয় অর্জন করেছিলো ভারত। আর সেই জয়ের নায়কের নাম অনিল কুম্বলে।

জিম লেকার ১৯৫৬ সালে ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে নিয়েছিলেন ৫৩ রানে ১০ উইকেট। লেকারের এই কীর্তির ৪৩ বছর পর কুম্বলে এই কৃতিত্ব অর্জন করেন। কুম্বলের ২২ বছর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন আজাজ প্যাটেল।

অনিল কুম্বলে
ISL 2021-22: জোনাথাস, হার্নান্দেজের গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারালো ওড়িশা ফুটবল ক্লাব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in