গুলি করে হত্যা করেছিলেন বান্ধবীকে, ১০ বছর পর প্যারোলে মুক্তি পাচ্ছেন অ্যাথলিট অস্কার

People's Reporter: ২০১৩ সালে 'ভ্যালেন্টাইন্স ডে'র দিন নিজের বাড়িতে বান্ধবী তথা মডেল রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেছিলেন অলিম্পিকে অংশগ্রহণকারী এই স্প্রিন্টার।
অস্কার পিস্টোরিয়াস
অস্কার পিস্টোরিয়াসছবি - সংগৃহীত
Published on

১০ বছর পর প্যারোলে মুক্তি পাচ্ছেন নিজের বান্ধবী খুনে অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার অ্যাথলিট অস্কার পিস্টোরিয়াস। ২০২৪ সালের ৫ জানুয়ারি জেল থেকে বেরোবেন তিনি।

২০১৩ সালে 'ভ্যালেন্টাইন্স ডে'র দিন নিজের বাড়িতে নিজের বান্ধবী তথা মডেল রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেছিলেন অলিম্পিকে অংশগ্রহণকারী এই স্প্রিন্টার। তারপরই তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। ২০১৪ সাল থেকে তিনি জেলে রয়েছেন। যদিও ২০১৫ সালে কিছু সময়ের জন্য গৃহবন্দী করে রাখা হয়েছিল। আদালত তাঁকে ১৩ বছর ৫ মাসের কারাদণ্ড দেয়। এখনও তার মেয়াদ পূর্ণ হয়নি। এবার প্যারোলে মুক্তি পাবেন তিনি।

নিহত বান্ধবীর মা জানান, রিভার বাবা জীবিত থাকাকালীন সব সময়ই অস্কারের শাস্তি চাইতো। রিভার বাবাও মারা গেছেন সেপ্টেম্বর মাসে। আমি এখন সম্পূর্ণ একা। মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি জানি না অস্কার মুক্তি পেয়ে কী করবে। তবে ও যদি আগের মতোই থাকে তাহলে মহিলাদের নিরাপত্তা প্রয়োজন।

১০ বছর ধরে জেলে থাকলেও এখনও খুনের দায় স্বীকার করেননি ওই অ্যাথলিট। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, ইচ্ছাকৃতভাবে খুন করেননি। তিনি ভেবেছিলেন মাঝরাতে বাথরুম থেকে চোর বেরোচ্ছে। তারপরই গুলি চালান। কিন্তু পরে দেখতে পান গুলিবিদ্ধ ব্যক্তি তাঁর বান্ধবী রিভা।

কিন্তু আদালতে মামলাকারীর আইনজীবী জানান, গুলি চালানো হয়েছিল ৯ এম এম পিস্তল থেকে। অস্কার এবং রিভার মধ্যে তীব্র ঝামেলা হয়েছিল সেই রাতে। হাতাহাতিও হয় দু'জনের মধ্যে। ভয়ে বাথরুমে আশ্রয় নেন ওই মডেল। বাথরুমের দরজা লক্ষ করে চারবার গুলি চালান পিস্টোরিয়াস। সওয়াল জবাব শেষে আদালত দোষী সাব্যস্ত করে অ্যাথলিটকে।

অস্কার পিস্টোরিয়াস
Ramiz Raja: 'রোনাল্ডোর ডায়েট প্ল্যান তৈরি করেন নাসার বিজ্ঞানীরা' - রামিজ রাজা
অস্কার পিস্টোরিয়াস
Angel Di Maria: ২০২৪ কোপা আমেরিকাই শেষ! আর্জেন্টাইন জার্সিতে আর দেখা যাবে না ডি মারিয়াকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in