আগামী বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তার পরেই ভারতে বসবে ওডিআই বিশ্বকাপের আসর। এই দুই টুর্নামেন্টকে ঘিরে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে বিবাদ বেধে গেল। মঙ্গলবার বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ ঘোষণা করেন, আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া। পরের দিনই পাকিস্তানের তরফ থেকে এলো পাল্টা জবাব। ভারত এশিয়া কাপ খেলতে না এলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। পিসিবি প্রয়োজনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যপদও ছাড়তে রাজি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানায়, "আগামী বছরের এশিয়া কাপকে একটি নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করার বিষয়ে এসিসি সভাপতি মিঃ জয় শাহের গতকালের মন্তব্যে পিসিবি বিস্ময় ও হতবাক। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (ইভেন্টের আয়োজক) সাথে কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই এবং এর দীর্ঘমেয়াদী পরিণতি ও প্রভাব সম্পর্কে কোনো চিন্তাভাবনা না করেই মন্তব্যগুলো করা হয়েছে।"
পাক বোর্ড আরও জানিয়েছে, "জয় শাহর একপেশেভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করাটা হতাশাজনক এবং চমকপ্রদ। এসিসির বোর্ড মিটিংয়ের সময় পাকিস্তান পূর্ণ সমর্থন নিয়ে এশিয়া কাপ আয়োজনের অধিকার পেয়েছে। অথচ কোনওরকম আলোচনা ছাড়াই যেভাবে জয় শাহ পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সেটা একপেশে। এটি সেই দর্শন ও চেতনার বিপরীতে যার জন্য ১৯৮৩ সালের সেপ্টেম্বরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল গঠিত হয়েছিল।"
পিসিবি এখন পর্যন্ত এসিসির সভাপতির বক্তব্যের বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পায়নি। পিসিবি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তার বোর্ডকে একটি জরুরি সভা আহ্বান করার জন্য অনুরোধ করেছে বলে জানিয়েছে পাক বোর্ড।
ভারত শেষবার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৫-২০০৬ সালে দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তান সফর করেছিল। তারপর থেকে পাকিস্তানের মাটিতে একটাও ম্যাচ খেলেনি ভারত। ২০১২-১৩ সালে ভারত সফরে আসে পাকিস্তান। এই সফরে পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল। তারপর থেকে দুই দেশ শুধু বৈশ্বিক ইভেন্ট বা এশিয়া কাপে লড়াইয়ে নেমেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন