Cricket World Cup 2023: তারকা পেসারকে বাদ রেখেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

People's Reporter: ইনজামাম উল হক বলেন, 'চিকিৎসকরা জানিয়েছেন নাসিমের ম্যাচ ফিট হতে অনেক সময় লাগবে। ফলে বিশ্বকাপে তাঁকে পাওয়া অসম্ভব। সেই জন্যই নাসিমকে বাদ দিয়ে দল ঘোষণা করতে হয়েছে'।
বিশ্বকাপের জন্য দল ঘোষণা পাকিস্তানের
বিশ্বকাপের জন্য দল ঘোষণা পাকিস্তানেরফাইল ছবি
Published on

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান। তবে দলে নেই তারকা পেসার নাসিম শাহ। শুক্রবারই দল ঘোষণা করেছে পাক ক্রিকেট বোর্ড।

৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। ভারতের মাটিতে খেলতে মুখিয়ে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক। এশিয়া কাপে চোট পাওয়ার কারণে আগেই বিশ্বকাপের স্কোয়াডে অনিশ্চিত ছিলেন নাসিম শাহ। তাঁর বদলে দলে নেওয়া হলো হাসান আলিকে।

ইনজামাম উল হক বলেন, 'চিকিৎসকরা জানিয়েছেন নাসিমের ম্যাচ ফিট হতে অনেক সময় লাগবে। ফলে বিশ্বকাপে তাঁকে পাওয়া অসম্ভব। সেই জন্যই নাসিমকে বাদ দিয়ে দল ঘোষণা করতে হয়েছে'।

নাসিমকে যে পাওয়া যাবে না তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। তবে আরেক পেসার হ্যারিস রউফকে নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু বিশ্বকাপের স্কোয়াডের রয়েছেন তিনি।

বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াড -

বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শাফিক, ইমাম উল হক, আঘা সলমন, ইফতিখর আহমেদ, উসামা মির, শাদাব খান, হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি, হাসান আলি, মহম্মদ নাওয়াজ, সাউদ শাকিল, ফকর জামান এবং ওয়াসিম জুনিয়র।

রিজার্ভে রাখা হয়েছে মহম্মদ হ্যারিস, জমন খান এবং আবরার আহমেদকে।

৬ অক্টোবর বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পাকিস্তানের যাত্রা শুরু হচ্ছে। ১০ অক্টোবর তাদের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার সাথে। ১৪ অক্টোবর রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। ভারত বনাম পাকিস্তান। ২০ অক্টোবর বাবররা খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২৩ অক্টোবর প্রতিপক্ষ আফগানিস্তান। ২৭ অক্টোবর বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। ৩১ অক্টোবর পাকিস্তান খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ৪ নভেম্বর রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ এবং ১১ নভেম্বর পাকিস্তান দল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

বিশ্বকাপের জন্য দল ঘোষণা পাকিস্তানের
Suresh Raina: ‘শুভমন গিল হচ্ছে ভবিষ্যতের বিরাট’ - বিশ্বকাপের আগে দাবি রায়নার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in