পাকিস্তান সফরে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং সিইও জিওফ অ্যালার্ডিস। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না গেলে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। পাক বোর্ডের প্রধান নাজাম শেঠি তাঁর সিদ্ধান্তে অটল। এই বিষয়ে স্পষ্ট আলোচনা করতেই লাহোরে যাচ্ছে আইসিসির শীর্ষ কর্মকর্তারা।
চলতি বছরেই রয়েছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের আয়োজন করার অধিকার পাকিস্তানের। তবে বিসিসিআই রাজনৈতিক কারণে পাকিস্তানে দল পাঠাবে না। তারা চাইছে নিরপেক্ষ ভেন্যুতে খেলার জন্য। যদিও ভ্যেনু এখনও স্থির হয়নি।
পাক বোর্ডের প্রধান নাজাম শেঠি জানিয়েছেন, পাকিস্তানে ভারত এশিয়া কাপ খেলতে না এলে, বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে করা হোক। পাকিস্তান বাংলাদেশে নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব রাখবে। আইসিসি যা কখনোই চাইবে না। আইসিসি চাইছে ভারত-পাকিস্তানের এই অচলাবস্থা ভাঙতে। এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হবে লাহোরে।
জিওফ অ্যালার্ডিস আইসিসির দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার লাহোরে গেলেও, এটিই হবে গ্রেগ বার্কলের প্রথম পাকিস্তান সফর। ২০০৮ সালে আইসিসি প্রেসিডেন্ট রে মালির সফরের পর থেকে বার্কলেই হবেন প্রথম আইসিসি চেয়ারম্যান যিনি পাকিস্তান সফর করবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন