নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে ইতিহাস রচনা করলো পাকিস্তান। ৩ ম্যাচের সিরিজে পর পর ২টি জিতে সিরিজ নিজেদের নামে করেছে পাক মহিলা ক্রিকেট দল। বিদেশের মাটিতে ২০১৮ সালের পর এই প্রথম সিরিজ জিতেছে তারা।
বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ১২৭ রান করে নিউজিল্যান্ড মহিলা দল। জবাবে ব্যাট করতে নেমে ১৩২ রান করে ম্যাচ জেতে পাক দল। দ্বিতীয় ম্যাচটি ছিল মঙ্গলবার অর্থাৎ আজকে। প্রথমে ব্যাট করে পাক দল তোলে ১৩৭ রান। জবাবে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ১২৭ রানে। ১০ রানে ম্যাচ জেতে পাকিস্তান।
২০১৮ সালের পর এই প্রথম কোনো টি-২০ অ্যাওয়ে সিরিজ জিতলো পাক মহিলা দল। শেষ বার জিতেছিল বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের মাটিতে ৪ ম্যাচের টি-২০ সিরিজে ৩টি ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নিয়েছিল পাক মহিলা দল।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কয়েকটি নীতির জন্যই এই সাফল্য এসেছে। সম্প্রতি পাক বোর্ড ৭৪ জন মহিলা ক্রিকেটারের সাথে চুক্তি করেছে। এই ৭৪ জনের মধ্যে ৫৯ জন উদীয়মান তারকা এবং অনূর্ধ্ব-১৯ বিভাগের আওতায়। এঁদের মধ্যে ১৪ জন ইতিমধ্যেই সিনিয়র দলের হয়ে খেলছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন