বিরাট কোহলীকে পেছনে ফেলে একদিনের ক্রিকেটের ব্যাটিং র্যাঙ্কিং-এ প্রথম স্থানে উঠে এলেন পাকিস্তানের বাবর আজম। ৮৬৫ রেটিং নিয়ে তিনি এই স্থান দখল করলেন। ৮৫৭ রেটিং-এ বিরাট কোহলীর স্থান দুই নম্বরে। এই তালিকার তৃতীয় স্থানে আছেন আরও এক ভারতীয় রোহিত শর্মা। তাঁর রেটিং ৮২৫।
এদিনই একদিনের ক্রিকেটের ব্যাটিং র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। এই তালিকায় প্রথম ২০ জনের মধ্যে ভারতের তিন ক্রিকেটার স্থান পেয়েছেন। কোহলী, রোহিত শর্মা ছাড়াও এই তালিকায় ১৭ তম স্থানে আছেন শিখর ধাওয়ান। তাঁর রেটিং ৭০৬। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে ক্রমতালিকায় প্রথম স্থান ধরে রেখেছিলেন বিরাট কোহলী।
আইসিসি-র নতুন তালিকা অনুসারে ৪ নম্বর স্থানে আছেন নিউজিল্যান্ডের রস টেলর, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ আছেন ৫ নম্বরে। ইংল্যান্ডের জনি ব্যারিস্টো আছেন ৬ নম্বরে, ৭ নম্বরে আছেন পাকিস্তানের ফকর জামান। ৮ নম্বর স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ফ্রাঙ্কোইস ডু প্লেসিস। যদিও ক্রমতালিকায় ৭ এবং ৮ নম্বর খেলোয়াড়ের রেটিং ৭৭৮। তালিকার ৯ম এবং ১০ম স্থানে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ারনার এবং ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ। এঁদের দুজনের রেটিঙও এক – ৭৭৩।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন