Cricket World Cup 2023: এশিয়া কাপে চোট, বিশ্বকাপে অনিশ্চিত এই পাক তারকা পেসার

People's Reporter: বাবর বলেন, আমাদের দুই পেসার খেলতে না পারলে কী করবো সেটা এখনই বলতে পারবো না। তবে হ্যারিস বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে বলেই মনে হচ্ছে।
বিশ্বকাপে অনিশ্চিত নাসিম শাহ
বিশ্বকাপে অনিশ্চিত নাসিম শাহছবি - সংগৃহীত
Published on

এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর বিশ্বকাপেও পাকিস্তানকে চিন্তায় রাখলো তরুণ পেসার নাসিম শাহর চোট। তাঁর চোট এতটাই গুরুতর যে বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শুধু নাসিম শাহ নয় চোটের কবলে পড়েছেন আরেক পাক পেসার হ্যারিস রউফ। দু'জনেই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন। হ্যারিসের থেকেও গুরুতর চোট রয়েছে নাসিমের। রউফ ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছেন। পাক অধিনায়ক বাবর আজমের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে।

বাবর বলেন, 'আমাদের দুই পেসার খেলতে না পারলে কী করবো সেটা এখনই বলতে পারবো না। তবে হ্যারিস বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে বলেই মনে হচ্ছে। কিন্তু নাসিমকে বিশ্বকাপে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়'।

পাক অধিনায়কের মুখ থেকে নাসিম শাহ সম্পর্কে জানা গেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। ভারতের বিরুদ্ধে খেলার সময় পায়ের পেশিতে চোট পান তিনি। বর্তমানে তিনি দুবাইতে আছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

৬ অক্টোবর বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পাকিস্তানের যাত্রা শুরু হচ্ছে। ১০ অক্টোবর তাদের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার সাথে। ১৪ অক্টোবর রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। ভারত বনাম পাকিস্তান। ২০ অক্টোবর বাবররা খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২৩ অক্টোবর প্রতিপক্ষ আফগানিস্তান। ২৭ অক্টোবর বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। ৩১ অক্টোবর পাকিস্তান খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ৪ নভেম্বর রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ এবং ১১ নভেম্বর পাকিস্তান দল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

বিশ্বকাপে অনিশ্চিত নাসিম শাহ
রাজ্যে অ্যাকাডেমি গড়বে লা লিগা! বিশ্বের অন্যতম সেরা লিগের সাথে মউ স্বাক্ষর বাংলার
বিশ্বকাপে অনিশ্চিত নাসিম শাহ
পুজোর মধ্যে ISL-র ম্যাচ করানো সম্ভব নয়, সাফ জানালেন ক্রীড়ামন্ত্রী, বদলে যাবে কি ডার্বির দিন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in