ভারতের সোনালী দিন। টোকিও প্যারালিম্পিক্সে প্রথম সোনা পেল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং (SH1) ইভেন্টে রেকর্ড স্কোর করে সোনা জিতলেন অবনী লেখারা।
ভারতীয় শ্যুটার ফাইনালে স্কোর করেছেন ২৪৯.৬, যা প্যারালিম্পিক্সের ইতিহাসে রেকর্ড (যুগ্মভাবে)। ২০১৮ সালে ইউক্রেনের ইরিনা শেতানিকও এই স্কোর করেছিলেন, যিনি এইবার ব্রোঞ্জ জিতেছেন, তাঁর স্কোর ২২৭.৫। এই ইভেন্টে রুপা জিতেছেন চীনের কিউইপিং ঝাং, তাঁর স্কোর ২৩৮.৯।
টোকিও প্যারালিম্পিক্সে গতকাল ভারত তিনটি পদক জিতেছে - দুটি রুপা, একটি ব্রোঞ্জ। আজ ভারতকে চতুর্থ তথা প্রথম স্বর্ণপদক এনে দিলেন ১৯ বছরে অবনী লেখেরা। সোশ্যাল মিডিয়ায় অবনীর জন্য অভিনন্দন উপচে পড়ছে। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন