Paris Olympic 24: অলিম্পিকে বেতন বৈষম্য! উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ধর্মঘট ৩০০ নৃত্যশিল্পীর

People's Reporter: মঙ্গলবার এই সংগঠন (এসএফএ-সিজিটি) এবং অলিম্পিকে কর্তৃপক্ষের মধ্যে বৈঠকও হয়। বৈঠকে কর্তৃপক্ষ প্রস্তাব দেয় পূর্বের তুলনায় অতিরিক্ত ১০ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়) দেওয়া হবে শিল্পীদের।
Paris Olympic 24: অলিম্পিকে বেতন বৈষম্য! উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ধর্মঘট ৩০০ নৃত্যশিল্পীর
ছবি - ফিফার এক্স হ্যান্ডেল
Published on

আগামী ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে ২০২৪ প্যারিস অলিম্পিক শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই অলিম্পিকের সূচনা হওয়ার কথা। কিন্তু সেই অনুষ্ঠান নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বেতন বৈষম্যের অভিযোগে ধর্মঘট করছেন ৩০০ নৃত্যশিল্পী।

মোট ৩০০০ শিল্পীর অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরিকল্পনা ছিল। শ্যেন নদীর তীরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কিন্তু তাঁদের মধ্যে ১০% শিল্পী অর্থাৎ ৩০০ জন বেতন বৈষম্যের অভিযোগ তুলছেন। এসএফএ-সিজিটি সংগঠনের নৃত্যশিল্পীরা ধর্মঘট করছেন। তাঁদের দাবি, অলিম্পিকের দায়িত্বে থাকা পুলিশকর্মী এবং পুরকর্মীদের সমবেতন তাঁদেরকেও দিতে হবে। কিন্তু কর্তৃপক্ষ তা মানতে নারাজ।

মঙ্গলবার এই সংগঠন (এসএফএ-সিজিটি) এবং অলিম্পিক কর্তৃপক্ষের মধ্যে বৈঠকও হয়। বৈঠকে কর্তৃপক্ষ প্রস্তাব দেয় পূর্বের তুলনায় অতিরিক্ত ১০ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়) দেওয়া হবে শিল্পীদের। তবে প্রতিবাদী শিল্পীদের সংগঠন সমবেতনের দাবিতে অনড়। এমনকি সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিতে বহু নৃত্যশিল্পী অংশ গ্রহণ করেননি। ৮ মিনিট মুষ্ঠিবদ্ধ হাত তুলে প্রতিবাদ জানান।

নৃত্যশিল্পীদের আন্দোলনের পথ ধরেই অলিম্পিক কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করছে প্যারিসের অন্যান্য ক্ষেত্রের কর্মীরাও। তাঁদের দাবি, গ্রীষ্মকালীন ছুটির মাঝেও অলিম্পিকের জন্য কাজ করতে হচ্ছে। তাই অতিরিক্ত বোনাস দেওয়া উচিত।

ধর্মঘটের জেরে রীতিমতো চিন্তায় অলিম্পিক কর্তৃপক্ষ। শুধু শিল্পীদের বেতন নয়। এর সাথে জড়িয়ে রয়েছে ফ্রান্সের ভাবমূর্তিও। এই জট কাটিয়ে কীভাবে পরিস্থিতি সামাল দেয় সেটাই দেখার।

Paris Olympic 24: অলিম্পিকে বেতন বৈষম্য! উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ধর্মঘট ৩০০ নৃত্যশিল্পীর
ভারতকে অলিম্পিকে প্রথম পদক দিয়েছিলেন নরম্যান প্রিচার্ড! ১২৪ বছর পরেও সেই পদক নিয়ে বিতর্ক থামেনি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in