Paris Olympic 24: তিরন্দাজিতে ভারতীয় মহিলাদের সাফল্য, সরাসরি কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন

People's Reporter: এই বিভাগে দক্ষিণ কোরিয়ার মোট সংগ্রহ ২০৪৬ পয়েন্ট। যেটি অলিম্পিক রেকর্ড হয়েছে।
অঙ্কিতা ভকত
অঙ্কিতা ভকতছবি - সংগৃহীত
Published on

প্যারিস অলিম্পিকে মহিলাদের তিরন্দাজির দলগত বিভাগে সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করলো ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া, চীন, মেক্সিকোর পরই স্থান পেয়েছে ভারত।

বৃহস্পতিবার মহিলাদের তিরন্দাজির দলগত বিভাগে যোগ্যতা অর্জন পর্ব ছিল। দুরন্ত পারফর্ম করেন ভারতের দীপিকা কুমারী, ভজন কৌর এবং অঙ্কিতা ভকত। ভারত মোট ১৯৮৩ পয়েন্ট সংগ্রহ করে। যার মধ্যে অঙ্কিতা ভকত করেন ৬৬৬ পয়েন্ট, ভজনের পয়েন্ট ৬৫৯ এবং দীপকা করেন ৬৫৮ পয়েন্ট।

এই বিভাগে দক্ষিণ কোরিয়ার মোট সংগ্রহ ২০৪৬ পয়েন্ট। যেটি অলিম্পিক রেকর্ড হয়েছে। চীনের সংগ্রহ ১৯৯৬ এবং মেক্সিকো পেয়েছে ১৯৮৬।

এই দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে জিতলে দীপিকা কুমারীরা খেলবেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।

অন্যদিকে ৯ বারের অলিম্পিকের তিরন্দাজি দলগত বিভাগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মহিলা দল। অলিম্পিক রেকর্ডের পাশাপাশি ব্যক্তিগত বিভাগে দক্ষিণ কোরিয়ার লিম সিহিয়েন বিশ্ব রেকর্ড করেছেন। তাঁর ব্যক্তিগত স্কোর ৬৯৪।

অঙ্কিতা ভকত
Paris Olympic 24: অলিম্পিকের মঞ্চে গড়া পুরুষ বিভাগে সেরা ৫ বিশ্ব রেকর্ড, দেখুন একনজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in