অলিম্পিকে মহিলা দলের পর তিরন্দাজির দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতীয় পুরুষ দলও। যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় পুরুষ দল ৩ নম্বরে শেষ করেছে। তাদের মোট পয়েন্ট ২০১৩।
ভারতের মহিলা দল আগেই তিরন্দাজিতে সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। পুরুষ দলও সেই সাফল্য অর্জন করলো। ভারতের হয়ে পুরুষ দলের তিরন্দাজিতে অংশ নিয়েছিলেন তরুণদীপ রাই, প্রবীণ যাদব এবং ধীরজ বোম্মাদেরাভা। এই বিভাগে শীর্ষ স্থানে শেষ করেছে দক্ষিণ কোরিয়া। তাদের পয়েন্ট ২০৪৯। ২০২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। তৃতীয় স্থানে ভারত এবং ১৯৯৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চীন।
ভারতের হয়ে সবথেকে বেশি পয়েন্ট সংগ্রহ করেন ধীরজ। তিনি ৬৮১ পয়েন্ট নেন। তরুণদীপ নেন ৬৭৪ এবং প্রবীণ নেন ৬৫৮।
পাশাপাশি পুরুষদের ব্যক্তিগত তিরন্দাজি বিভাগে চতুর্থ স্থানে শেষ করেছেন ধীরজ (৬৮১)। এই তালিকায় ৬৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন দক্ষিণ কোরিয়ার ডব্লিউ জে কিম। ৬৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়ারই জে ডি কিম। জার্মানির এফ আনরু ৬৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
মহিলাদের দলগত তিরন্দারজিতে ১৯৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করে ভারত। মহিলা দলও সরাসরি কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছে। এই বিভাগে দক্ষিণ কোরিয়ার ২০৪৬ পয়েন্ট নিয়ে অলিম্পিক রেকর্ড করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন