১ দিন পরই শুরু হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক। বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের প্রধান উৎসব বলা যেতে পারে অলিম্পিককে। এই অলিম্পিকের তৈরি হয় বিভিন্ন খেলার বিশ্ব রেকর্ড। অলিম্পিক শুরুর আগে দেখা নেওয়া যাক সেরা ৫ বিশ্ব রেকর্ড।
ওয়ারহোম কারস্টেন
২০২০ টোকিও অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার হার্ডল রেসে অংশ নিয়েছিলেন নরওয়ের ওয়ারহোম কারস্টেন। ৪৫.৯৪ সেকেণ্ডে রেস সম্পূর্ণ করে বিশ্ব রেকর্ড করেছিলেন।
ডেভিড রুডিশা
২০১২ লন্ডন অলিম্পিকে ইতিহাস রচনা করেছিলেন কেনিয়ার ডেভিড রুডিশা। তিনিই একমাত্র এবং প্রথম অ্যাথলিট যিনি ৮০০ মিটার দৌড় ১.৪১ মিনিটে সম্পূর্ণ করেছিলেন। পুরো দৌড় শেষ করতে তিনি সময় নিয়েছিলেন ১ মিনিট ৪০ সেকেন্ড ৯১ মিলিসেকেন্ড। এই বিশ্ব রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি।
মাইকেল ফেলপ
২০০৮ বেজিং অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি বিভাগে বিশ্ব রেকর্ড করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপ। এই বিভাগে তিনি বাটারফ্লাই, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক এবং ফ্রি স্টাইল করেছিলেন। সময় নিয়েছিলেন মাত্র ৪:০৩.৮৪ মিনিট। অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে ৮টি সোনার মালিক এই ফেলপ।
বব বিমন
১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়েছিলেন মার্কিন অ্যাথলিট বব বিমন। তিনি লং জাম্পে ৮.৯ মিটার লাফিয়ে ছিলেন তিনি। সেই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি।
কিয়েলেব ড্রেসেল
২০২০ টোকিও অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড গড়েছিলেন মার্কিন সাঁতারু। ৪৯.৪৫সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন