Paris Olympics 24: না আছে দেশ, না আছে পতাকা - শুধু জয়ের খিদে নিয়ে অলিম্পিকে নামছেন ৩৭ উদ্বাস্তু

People's Reporter: শুক্রবার অর্থাৎ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক। ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
Paris Olympics 24: না আছে দেশ, না আছে পতাকা - শুধু জয়ের খিদে নিয়ে অলিম্পিকে নামছেন ৩৭ উদ্বাস্তু
ছবি - সংগৃহীত
Published on

২০২৪ প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছেন ৩৭ জন উদ্বাস্তু খেলোয়াড়। ২০১৬ সাল থেকে অলিম্পিকের মঞ্চে উদ্বাস্তুদের অংশগ্রহণে অনুমতি দেয় আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। এই উদ্বাস্তুরা মূলত, আফগানিস্তান, ইরান, ক্যামেরুন, সিরিয়া এবং দক্ষিণ সুদানের মতো দেশ থেকে এসেছে।

শুক্রবার অর্থাৎ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক। ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। শেষ হবে মধ্যরাত ৩টে। ভারত্তোলন, জুডো, কুস্তি, টাইকোন্ডো, অ্যাথলেটিক্স এবং ব্রেকিং মিলিয়ে মোট ১২টি ইভেন্টে অংশ নিচ্ছেন এই উদ্বাস্তু খেলোয়াড়রা।

উদ্বাস্তুরা কোনও একটি দেশের পতাকা বহন করতে পারে না। তাঁরা অলিম্পিক কমিটিকেই প্রতিনিধিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রীসের প্রতিনিধির পরেই পতাকা বহন করবেন উদ্বাস্তু খেলোয়াড়রা। উদ্বাস্তুদের হয়ে পতাকা বহন করবেন সিন্ডি গাম্বা। তিনি অলিম্পিকে মহিলাদের বক্সিং-র ৭৫ কেজি বিভাগে অংশ নিয়েছেন।

সিন্ডি গাম্বা বলেন, "এই বিশেষ দলের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বজুড়ে আমাদের লক্ষ লক্ষ মানুষের (উদ্বাস্তু) জন্য পতাকা বহন করা আমার কাছে সম্মানের। আমি এই বিশেষ সুযোগের জন্য IOC-এর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমার সবচেয়ে বড় আশা, এই বছরের অলিম্পিক গেমসে, আমরা এমন কিছু করব যাতে মানুষ উঠে দাঁড়ায়। তাঁদের দেখাতে চাই শরণার্থীরা কী করতে পারে"।

তিনি আরও জানান, "আমরা শুধু উদ্বাস্তু নই, আমরা ক্রীড়াবিদ। মানুষ কেবল আমাদের শরণার্থী হিসেবে দেখে কিন্তু ভুলে যায় আমরা অন্যান্য দেশের খেলোয়াড়দের মতো একই লক্ষ্য নিয়েই অলিম্পিকে খেলতে নামি। আমাদের মধ্যেও সেই একই ক্ষুধা, একই শক্তি কাজ করে"।

এই উদ্বাস্তু খেলোয়াড়দের তালিকায় রয়েছেন কাবুলের ২১ বছর বয়সী ব্রেকার মানিঝা তালাশ। একটি ভিডিও দেখে ব্রেকিং-র প্রতি আকর্ষণ বাড়ে মানিঝার। ২০২১ সালে আফগানিস্তানে তালিবানি শাসন কার্যকর হওয়ার পর তিনি শরণার্থী হিসেবে পাকিস্তানে পালিয়ে যান। পাকিস্তান থেকে যান স্পেনে। সেখান থেকেই আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার নজরে আসেন মানিঝা। তাঁর খেলার সমস্ত খরচা দেয় অলিম্পিক সংস্থা। পরে উদ্বাস্তু দলে তাঁকে যুক্ত করা হয়।

Paris Olympics 24: না আছে দেশ, না আছে পতাকা - শুধু জয়ের খিদে নিয়ে অলিম্পিকে নামছেন ৩৭ উদ্বাস্তু
Paris Olympic 24: মহিলাদের পর পুরুষ দল, অলিম্পিকে তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে ভারত
Paris Olympics 24: না আছে দেশ, না আছে পতাকা - শুধু জয়ের খিদে নিয়ে অলিম্পিকে নামছেন ৩৭ উদ্বাস্তু
Paris Olympic 24: ফিরে দেখা অলিম্পিক্স - ভারতের ১০ পদক জয়ের স্মরণীয় মুহূর্ত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in