ভারতীয় মহিলা কুস্তিগীর রীতিকা হুডার ব্যক্তিগত কোচ মনদীপ এখনও পর্যন্ত প্যারিস যাওয়ার ভিসা পাননি। যা নিয়ে চিন্তিত ৭৬ কেজি বিভাগের কুস্তিগীর। ভারতীয় অলিম্পিক সংস্থার কাছে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন হরিয়ানার ওই কুস্তিগীর।
আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক। তার আগে ভারতীয় কুস্তিতে ফের বিতর্কের শুরু। অভিযোগ উঠছে হরিয়ানার কুস্তিগীর রীতিকা হুডার কোচকে ভিসা দেওয়া হয়নি। কিন্তু অন্যান্য কুস্তিগীরদের এই সমস্যার সম্মুখী হতে হয়নি।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় রীতিকা জানান, ভিসা না দেওয়ার কারণ হিসেবে আমাকে জানানো হয় কোনও কুস্তিগীর ব্যক্তিগত কোচ নিয়ে যেতে পারবেন না। কিন্তু পরে দেখা যায় সকলেই তাঁদের ব্যক্তিগত কোচ নিয়েছেন। তাঁদেরকে ভিসাও দেওয়া হয়েছে। আমার ক্ষেত্রেই এই সমস্যা কেন হল তার নির্দিষ্ট কারণ জানিনা। রীতিমতো অবাক আমি।
তিনি আরও বলেন, আমি ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষা এবং সিইও রঘুরাম আইয়ারের সাথেও যোগাযোগ করেছি। তাঁরা সমস্যা সমাধানের আশ্বাস দেন। পিটি ঊষার অফিস থেকে বলা হয়েছে আমি নাকি কোনও আবেদন করিনি। তাঁদের কাছে নাকি কোনও মেইল যায়নি। কিন্তু আমি সমস্ত কিছু নিয়ম মেনেই করেছিলাম।
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং জানান, আমিও রীতিকা হুডার কোচের ভিসা সমস্যা মেটানোর জন্য অনুরোধ করেছি। আমি বুঝতে পারছি না কেন তাঁর কোচের ভিসা দেওয়া হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন