বুধবার প্যারিস অলিম্পিকের পঞ্চম দিন। আজকে পি ভি সিন্ধু থেকে শুরু করে লক্ষ্য সেন, লভলিনা সহ আরও একাধিক ভারতীয় অ্যাথলিটরা খেলতে নামছেন। একনজরে দেখে নিন অলিম্পিক্সের পঞ্চম দিনে ভারতীয় অ্যাথলিটদের ক্রীড়াসূচি।
শ্যুটিং -
পুরুষদের ৫০ মিটার রাইফেলের ৩ পজিশন (যোগ্যতা অর্জন)-এ খেলবেন ঐশ্বরী প্রতাপ সিং তোমার এবং স্বপনীল কুসালে (বেলা ১২.৩০টা)।
মহিলাদের ট্র্যাপ (যোগ্যতা অর্জন - দ্বিতীয় দিন)-এ নামবেন রাজেশ্বরী কুমারী এবং শ্রেয়সী সিং (বেলা ১২.৩০টা)।
ব্যাডমিন্টন -
মহিলা ব্যাডমিন্টনের সিঙ্গেলসের গ্রুপ পর্বে খেলবেন পি ভি সিন্ধু (বেলা ১২.৫০)।
পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গেলসের গ্রুপ স্টেজে খেলবেন লক্ষ্য সেন (দুপুর ১.৪০)।
পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গেলসের গ্রুপ স্টেজে খেলতে নামবেন এইচ এস প্রণয় (রাত ১১টা)।
রোয়িং -
পুরুষদের সিঙ্গেলস স্কালস (সেমিফাইনাল সি/ডি)-এ নামবেন বলরাজ পানওয়ার (দুপুর ১.২৪ মিনিট)।
ঘোড়দৌড় -
ঘোড়দৌড়ের ড্রেসেজের ব্যক্তিগত বিভাগে অংশ নেবেন অনুশ আগারওয়াল (দুপুর ১.৩০টা)।
টেবিল টেনিস -
মহিলাদের টেবিল টেনিসের রাউন্ড অফ ৩২-তে খেলবেন সৃজা আকুলা (দুপুর ২.৩০ এ)।
মহিলাদের টেবিল টেনিসের সিঙ্গেলসে (রাউন্ড অফ ১৬) নামবেন মনিকা বাত্রা (সন্ধ্যা ৮.৩০টা)।
বক্সিং -
মহিলাদের ৭৫ কেজি বক্সিং-র রাউন্ড অফ ১৬-এ খেলতে নামবেন লভলিনা বরগোহাইন (দুপুর ৩.৫০)।
পুরুষদের বক্সিং-র ৭১ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে খেলবেন নিশান্ত দেব (রাত ১২.৩০টা)।
তিরন্দাজি -
মহিলাদের র ব্যক্তিত বিভাগে (রাউন্ড অফ ৬৪) খেলবেন দীপিকা কুমারী (বিকেল ৩.৫৬)।
পুরুষদের ব্যক্তিগত তিরন্দাজি (রাউন্ড অফ ৬৪)-তে খেলবেন তরুণদীপ রাই (রাত ৯.৩০টা)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন