Paris Olympics 24: কুস্তিতে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নামছেন আমন, রিলেতে ব্যর্থ ভারত

People's Reporter: আজ রাত ৯.৪৫ থেকে শুরু হবে আমন বনাম দারিয়ান ম্যাচ। মহিলা এবং পুরুষদের ৪X৪০০ মিটার রিলেতে ব্যর্থ হয়েছে ভারত।
আমন সেরাওয়াত
আমন সেরাওয়াতছবি - সংগৃহীত
Published on

শুক্রবার রাতে অলিম্পিক কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ের ম্যাচে নামবেন আমন সেরাওয়াত। প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজ। ফলে আরও একটি পদক জয়ের আশায় ভারতবাসী।

চলতি অলিম্পিকে এখনও পর্যন্ত ভারত মোট ৫টি পদক জিতেছে। চারটি ব্রোঞ্জ এবং একটি রুপো। ৩টি ব্রোঞ্জ এসেছে শ্যুটিং থেকে, একটি ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল এবং রুপো জিতেছেন নীরজ চোপড়া। আজ কুস্তিতে জিতলে ষষ্ঠ পদক জয় হবে ভারতের।

প্রি-কোয়ার্টার ফাইনালে ১০-০ এবং কোয়ার্টার ফাইনালে ১২-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছিলেন আমন। কিন্তু সেমিফাইনালে বিশ্বের এক নম্বর কুস্তিগীর জাপানের রেই হিগুচির কাছে ১০-০ ব্যবধানে পরাজিত হন। আজ রাত ৯.৪৫ থেকে শুরু হবে আমন বনাম দারিয়ান ম্যাচ।

অন্যদিকে আজ মহিলা এবং পুরুষদের ৪X৪০০ মিটার রিলেতে ব্যর্থ হয়েছে ভারত। মহিলাদের ইভেন্টের হিটে একদম শেষে শেষ করে ভারত। পুরুষদের হিটে পঞ্চম স্থানে শেষ করে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ভারত।

এই মুহূর্তে পদকের নিরিখে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ৩০টি সোনা, ৩৮টি রুপো এবং ৩৫টি ব্রোঞ্জ পদক জিতেছে আমেরিকা। ২৯টি সোনা, ২৫টি রুপো এবং ১৯টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে। এখনও পর্যন্ত অজিরা জিতেছে ১৮টি সোনা, ১৪টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ। ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। ভারত রয়েছে ৬৪ নম্বর স্থানে।

আমন সেরাওয়াত
Paris Olympics 24: 'নাদিমও আমার সন্তান' - ছেলের রুপো জয়ে ভারত-পাকিস্তানকে মিলিয়ে দিলেন নীরজের মা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in