১০ মিটার এয়ার রাইফেলে পদক জয় হল না অর্জুন বাবুতার। সোমবার এই ইভেন্টের ফাইনালে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতীয় শ্যুটার। অন্যদিকে অলিম্পিক্স রেকর্ড করে সোনা জিতলেন চীনের শেং লিহাও।
ইভেন্ট শুরুর প্রথম থেকেই প্রথম ৫ জনের মধ্যে ছিলেন অর্জুন বাবুতা। একটা সময় দ্বিতীয় স্থানেও উঠে এসেছিলেন। কিন্ত নিজের লক্ষ্য স্থির রাখতে পারেননি। ২০৮.৪ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। ১৩তম শটে তিনি পান ৯.৯ পয়েন্ট। ওই শট এবং তাঁর শেষ শটে পদক জেতা হল না বাবুতার।
এই ইভেন্টে ২৫২.২ পয়েন্ট পেয়ে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতলেন চীনের শেং লিহাও। ২৫১.৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করলেন স্যুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন। তৃতীয় স্থানে শেষ করলেন মিরান মারিসিচ। তাঁর পয়েন্ট ২৩০.০।
উল্লেখ্য, ১০ মিটার এয়ার রাইফেল মহিলাদের বিভাগে আগেই ছিটকে গেছেন রামিতা জিন্দাল। তিনি সপ্তম স্থানে শেষ করেছিলেন। ১৪৫.৩ পয়েন্ট সংগ্রহ করেছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন