সুমিত নাগালের পর রোহন বোপান্না এবং শ্রীরাম বালাজি জুটি - অলিম্পিক্সে পদক জয়ের আশা ভঙ্গ হল ভারতীয় টেনিস তারকাদের। পুরুষদের ডবলসে ফরাসি জুটির কাছে হেরে বিদায় নিল ভারতীয় টেনিস জুটি।
ফ্রান্সের মঁফিস এডুয়ার্ড রজার-ভাসেলিন জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিল বোপান্ন-বালাজি জুটি। কিন্তু ৭-৫ এবং ৬-২ ব্যবধানে পরাজিত হয় ভারতীয় জুটি। অনেকেই ভেবেছিলেন টেনিসে পুরুষদের ডবলস জুটি পদক জয়ের দৌড়ে যাবে। কিন্তু স্বপ্নপূরণ হল না।
প্রথম সেটে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ফরাসি জুটি। পরে কিছুটা হলেও ম্যাচে ফেরে ভারত। কিন্তু প্রথম সেট ৭-৫ ব্যবধানে হারতে হয় ভারতীয় জুটিকে। দ্বিতীয় সেটেও আধিপত্য বজায় রাখে ফরাসি জুটি। বোপান্ন-শ্রীরামকে ৬-২ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেন আয়োজক দেশের টেনিস তারকারা।
উল্লেখ্য, বোপান্না-বালাজি জুটির ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়। দেশের জয় দেখতে গিয়ে তিনিও হতাশ হলেন।
প্রসঙ্গত, রবিবার টেনিসে পুরুষদের সিঙ্গেলসেও খালি হাতে ফিরতে হয় ভারতীয় টেনিস প্লেয়ার সুমিত নাগালকে। তিনি ফরাসি টেনিস প্লেয়ার কোরেন্টিন মৌতেতের কাছে পরাজিত হন। প্রথম সেট ৬-২ ব্যবধানে জেতেন মৌতেত। দ্বিতীয় সেটে একই ব্যবধানে জিতে যান সুমিত নাগাল।। তৃতীয় সেটে ৭-৫ ব্যবধানে সুমিতকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন কোরেন্টিন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন